Digital Arrest Letter: ডিজিটাল গ্রেফতারির চিঠি থেকে সাবধান! সাড়া দিলেই সাইবার হানার খপ্পরে পড়বেন

সম্প্রতি দেশজুড়ে একটি নতুন প্রতারণা শুরু হয়েছে। এটি হল ডিজিটাল গ্রেফতার চিঠি। হোয়াটসঅ্যাপ, ইমেল বা ফোনের মেসেজে আসতে পারে, যা বাস্তবে সম্পূর্ণ ভুয়ো।

Suvrodeep Chakraborty 28 Nov 2024 6:03 PM IST

ফোন বা ল্যাপটপ ঘাঁটতে গিয়ে হঠাৎ এমন একটি চিঠি পেলেন, যা পড়েই আতঙ্ক অনুভব হতে পারে। সম্প্রতি দেশজুড়ে এমনই প্রতারণা শুরু হয়েছে। নিরীহ মানুষদের ডিজিটাল গ্রেফতারের একটি ভুয়ো চিঠি পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। ওই চিঠিতে লেখা আপনার অপরাধ এবং নির্দিষ্ট সরকারি দফতরের বিভাগের লোগো। এটি পড়ে স্বাভাবিক ভাবেই যে কোনও মানুষ ভয় পেতে পারেন।

এদিন কেন্দ্রীয় সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক আশ্বস্ত করে জানায়, এটি সম্পূর্ণ একটি ভুয়ো ডিজিটাল অ্যারেস্ট চিঠি। সরকার কখনও এই ধরনের চিঠি বা আবেদনে অনুমোদন দেবে না। ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি থেকে সবাইকে সাবধান থাকার কথা বলা হয়েছে।

এই চিঠিগুলি সত্যি দেখানোর জন্য সরকারি দফতর থেকে যেমন অফিসিয়াল চিঠি পাঠানো হয় সেভাবে ডিজাইন করা হয়েছে। প্রায়ই সাইবার ক্রাইম সেল বা আয়কর বিভাগের মতো সরকারী সংস্থার লেটারহেড এবং লোগোর অনুকরণ করে এগুলি পাঠানো হচ্ছে। চিঠিতে আইনি পদক্ষেপের মতো হুমকিও লেখা থাকছে। সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ফোন নম্বর ও ইমেল।

সতর্ক করেছে কেন্দ্র

পিআইবি ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) দ্বারা জারি করা একটি চিঠিতে, প্রাপকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করা হচ্ছে এবং একটি উত্তর চাওয়া হচ্ছে। এই চিঠিটি সম্পূর্ণ ভুয়ো। সরকারের অধীনে কোনও সংস্থার দ্বারা এই ধরনের কোন চিঠি জারি করা হয়নি।

কী লেখা রয়েছে ডিজিটাল গ্রেফতার চিঠিতে?

রাজেশ কুমার, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সিইও: সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর সাথে অংশীদারিত্বে যা ভারতে ইন্টারপোলের জাতীয় নোডাল এজেন্সি: 1, এতদ্বারা আপনার ইন্টারনেটে সাইবার-অনুপ্রবেশের একটি কম্পিউটারাইজড সিজার করার বিষয়ে আপনাকে অবহিত করা হচ্ছে। নিম্নলিখিত বিশ্লেষণের সাথে সম্পর্কিত প্রোটোকল ঠিকানা (আইপি): -

চাইল্ড পর্নোগ্রাফি

পেডোফিলিয়া

সাইবার পর্নোগ্রাফি

প্রদর্শনী

গ্রুমিং

সার্টিফাইড কপি

ভারতের ফৌজদারি কোড POCSO আইনের ১৪ ধারা ২০১২, ধারা ২৯২, ধারা ৬৭A, এবং তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৭৮।

এই ধরনের ডিজিটাল গ্রেফতারির চিঠি থেকে সাবধান থাকতে বলেছে পিআইবি ফ্যাক্ট চেক।

Show Full Article
Next Story