SBI গ্রাহকরা ফোনে এই মেসেজ এলে ভুলেও পাত্তা দেবেন না, নচেৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে গড়ের মাঠ!
যত দিন যাচ্ছে, প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে এর অপব্যবহারও পাল্লা দিয়ে বাড়ছে। যে প্রযুক্তির জন্য মানুষের এত অগ্রগতি,...যত দিন যাচ্ছে, প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে এর অপব্যবহারও পাল্লা দিয়ে বাড়ছে। যে প্রযুক্তির জন্য মানুষের এত অগ্রগতি, সেটাই এখন সাইবার আক্রমণকারীদের বেআইনি কাজকর্মের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। আর বর্তমানে জালিয়াতদের নেক নজর পড়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI (এসবিআই)-এর উপর; তারা ভুয়ো মেসেজ পাঠিয়ে গ্রাহকদের সর্বস্বান্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তাই সম্প্রতি SBI ব্যবহারকারীদের এই নতুন এসএমএস কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করল প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB (পিআইবি – যারা সরকারি নীতি, প্রোগ্রাম, উদ্যোগ এবং সাফল্য সম্পর্কে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে তথ্য প্রচার করে)।
এক্ষেত্রে পিআইবি জানিয়েছে যে, এসবিআই ইউজারদের ফোনে হ্যাকাররা ইদানীংকালে একটি ভুয়ো মেসেজ পাঠাচ্ছে যেখানে বলা থাকছে যে, বেশ কিছু জরুরি ডকুমেন্ট না জমা দিলে তাদের অ্যাকাউন্টটিকে ব্লক করা হতে পারে। জাল মেসেজটির বিষয়বস্তু অনেকটা এরকম: "প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার, এসবিআই ব্যাঙ্কের নথির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই সেটি ব্লক করা হবে; নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপডেট করতে চাইলে এক্ষুনি https://sbikvs.II-এ ক্লিক করুন।" (“Dear A/c holder SBI BANK documents has expired A/c will be blocked Now Click https://sbikvs.II Update by NetBanking.”)
একথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে, একটি এসএমএস পাঠানোর মাধ্যমে ব্যাঙ্কিং সেক্টরের নাম সামনে রেখে নেপথ্যে বসে ইউজারদের টাকা চুরির জন্য এই কাণ্ড ঘটাচ্ছে সাইবার অপরাধীরা। তাই সত্যি সত্যিই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ভেবে কেউ যদি এই ভুয়ো মেসেজের ফাঁদে পা দেন আর নিজের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উপরিউক্ত লিঙ্কে আপডেট করে ফেলেন, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যাবে সমস্ত জমানো পুঁজি। তাই পিআইবি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সকল এসবিআই গ্রাহকদেরকে সতর্ক করে জানিয়েছে যে, এই ধরনের কোনো এসএমএস, ইমেইল, এমনকি কলকেও পাত্তা দেওয়া উচিত নয় যেখানে পার্সোনাল ব্যাঙ্কিং ডিটেইলস শেয়ার করতে বলা হচ্ছে। সেইসাথে অজানা সোর্স থেকে আসা কোনো মেসেজে থাকা লিঙ্কে ক্লিক না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া, কোনো ইউজার যদি এই ধরনের মেসেজ পান, তবে তারা যেন অবিলম্বে report.phishing @sbi.co.in-এ রিপোর্ট করেন, তাহলে ব্যাঙ্ক তৎক্ষণাৎ যথাযথ ব্যবস্থা নেবে।
প্রতিদিন নতুন ফাঁদ পাতছে প্রতারকরা
নিত্যনতুন ফন্দিফিকিরকে হাতিয়ার করে ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে গড়ের মাঠ করার জন্য ক্রমাগত চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। এর আগেও এসবিআই ইউজারদেরকে একাধিক কেলেঙ্কারির সম্মুখীন হতে হয়েছে। সেক্ষেত্রে স্ক্যামারদের আটকানোর তো কোনো উপায় নেই, তবে একটু সতর্ক থাকলেই কিন্তু সাইবার জালিয়াতির হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। এই ধরনের মেসেজগুলিকে খুব ভালো করে খুঁটিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন যে, এসবিআই কখনোই এরকম মেসেজ পাঠাবে না। কেননা একটু মন দিয়ে পড়লেই দেখবেন যে, এই মেসেজটিতে ব্যাকরণগত ত্রুটি, বাক্যের বিন্যাসে গলদ, এবং একাধিক যতিচিহ্নের সমস্যা রয়েছে। তদুপরি, মেসেজটিতে উল্লেখ থাকা লিঙ্কটির সঙ্গেও অফিশিয়াল এসবিআই ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই। আর আসল ব্যাঙ্ক থেকে মেসেজ এলে কখনোই তাতে এই ধরনের কোনো গোলমাল থাকতো না।
আসলে ইউজারদের মনে যাতে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না হয়, সেজন্য হ্যাকাররা সবসময়ই কোনো নির্ভরযোগ্য ব্যাঙ্ক কিংবা সংস্থার নাম করে এই ধরনের ভুয়ো মেসেজ পাঠিয়ে থাকে, আর সেগুলিকে সত্যি বলে মনে করে নিলেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন ইউজাররা। তাই বর্তমান সময়ে সাইবার আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে চাইলে চোখকান খোলা রাখুন; সবসময় মনে রাখবেন যে, যথাযথ সতর্কতা অবলম্বন করাই হল চলতি ডিজিটাল দুনিয়ায় নিরাপদ এবং সুরক্ষিত থাকার এক এবং একমাত্র উপায়।