দাম শুরু মাত্র ১১৯৯ টাকা থেকে, PlayGo Muze ব্লুটুথ স্পিকার, Budslite ইয়ারবাড ও Flaunt ইয়ারফোন বাজারে এল

ভারতের অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা PlayGo বাজারে নিয়ে আসলো তাদের নতুন তিনটি অডিও প্রোডাক্ট। এগুলি হল PlayGo Muze ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার, PlayGo Budslite ট্রু ওয়্যারলেস…

ভারতের অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা PlayGo বাজারে নিয়ে আসলো তাদের নতুন তিনটি অডিও প্রোডাক্ট। এগুলি হল PlayGo Muze ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার, PlayGo Budslite ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, PlayGo Flaunt নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন। বাজেট রেঞ্জের এই তিনটি অডিও প্রোডাক্টই উন্নততর সাউন্ড এক্সপেরিয়েন্স দেবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক PlayGo-র নতুন তিনটি অডিও ডিভাইসের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

PlayGo Muze, PlayGo Budslite, PlayGo Flaunt এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে প্লেগো মিউজ ব্লুটুথ অডিও স্পিকারের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি কেবলমাত্র মিলিটারি গ্রীন কালারে উপলব্ধ। অন্যদিকে প্লেগো বাডস লাইট ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,৩৯৯ টাকা। মার্সেলা রেড এবং ব্ল্যাক এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারফোনটি। এছাড়া প্লেগো ফ্লন্ট নেকবান্ড স্টাইলের ইয়ারফোনের দাম হল ১,১৯৯ টাকা। এটি গ্যালাক্সি ব্ল্যাক এবং ব্লাস গ্রীন এই দুটি কালারে এসেছে। নতুন এই তিনটি অডিও ডিভাইসই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

PlayGo Muze, PlayGo Budslite, PlayGo Flaunt এর ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত প্লেগো মিউজ ব্লুটুথ স্পিকারের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এটি ২০ ওয়াট পাওয়ার আউটপুট সরবরাহ করতে সক্ষম। এছাড়া একক চার্জে এটি ৭ ঘন্টা চলবে। শুধু তাই নয়, এটি রাগড ডিজাইনের এবং ক্যারি করার জন্য এতে একটি শক্ত স্ট্র্যাপ বর্তমান। তাছাড়া এতে রয়েছে পেটেন্টেড EBEL (Enhanced Bass, Extra Loud) সাউন্ড স্টেজ এবং স্মার্ট এলইডি ডিসপ্লে।

PlayGo Muze ব্লুটুথ স্পিকারটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ব্লুটুথ ৫.০ ইউএসবি পোর্ট, একটি এইউক্স (AUX) পোর্ট এবং মাইক্রো এসডি কার্ড স্লট। এক বছরের ওয়্যারেন্টির সাথে আসা এই স্পিকারটিতে ইনবিল্ট এফএম রেডিও উপলব্ধ।

এবার আলোচনা করা যাক নতুন প্লেগো বাডস লাইট নামের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড সম্পর্কে। প্রথমেই বলব এতে ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করবে। সাথে রয়েছে অ্যালেক্সা, সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট। ব্লুটুথ স্পিকারটির মত এতেও রয়েছে ইবিইএল সাউন্ড স্টেজ। ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে একবার চার্জে এটি ৬ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করার পাশাপাশি চার্জিং কেস সমেত এটি ২৪ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। এছাড়া PlayGo Budslite ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডে রয়েছে টাচ কন্ট্রোল প্যানেল এবং জল থেকে সুরক্ষা দিতে এটি IPX4 রেটিং সহ এসেছে।

নতুন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন প্লেগো ফ্লন্ট সম্পর্কে বলতে গেলে, ইন-ইয়ার ডিজাইনের এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার। ব্লুটুথ স্পিকার এবং ইয়ারবাডের মত এটিও ইবিইএল সাপোর্টসহ এসেছে। ফলে এটি লাউড এবং বেস বুষ্টেড সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসা এই ইয়ারফোনটি একটানা ১৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। শুধু তাই নয়, ১০০ মিনিটেরও কম সময়ে এটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। এমনকি এতে অ্যালেক্সা, সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে PlayGo Flaunt নেকব্যান্ডে রয়েছে IPX4 রেটিং।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন