PM Free Laptop: পশ্চিমবঙ্গ সরকারকে টেক্কা দিতে বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে মোদী সরকার? জেনে নিন

দেশের সার্বিক বিকাশে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। শিক্ষার্থীদের ডিজিটাল বিশ্বের সঙ্গে যুক্ত করতে নানা উদ্যোগ নেয় রাজ্যগুলিও। তবে বর্তমানে এই বিষয়টিকে…

দেশের সার্বিক বিকাশে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। শিক্ষার্থীদের ডিজিটাল বিশ্বের সঙ্গে যুক্ত করতে নানা উদ্যোগ নেয় রাজ্যগুলিও। তবে বর্তমানে এই বিষয়টিকে কেন্দ্র করেই সাধারণ মানুষের কাছে ভুয়ো বার্তা পাঠাচ্ছে স্ক্যামাররা। তারা মোদি সরকারের ‘প্রধানমন্ত্রীর বিনামূল্যে ল্যাপটপ যোজনা ২০২৩-২৪’ প্রকল্পের কথা বলে মানুষকে বিপদে ফেলছে। যা সম্পূর্ণ ভুয়ো। তবে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকার সকল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কেনার জন্য অর্থ দেয়। তাই কেউ কেউ বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার মেসেজটি বিশ্বাস করছে এবং বিপদ ডেকে আনছে।

কীভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রীর বিনামূল্যে ল্যাপটপ যোজনার নামে প্রতারণা?

স্ক্যামাররা সাধারণ মানুষদের ভুয়ো বার্তা পাঠিয়ে দাবি করছে যে, ‘প্রধানমন্ত্রীর বিনামূল্যে ল্যাপটপ যোজনা ২০২৩-২৪’ এই স্কিমের অধীনে বিনামূল্যের ল্যাপটপ দেওয়া হবে সকল শিক্ষার্থীদের। আর ভারতের সমস্ত রাজ্যের যোগ্য ছাত্র-ছাত্রীরাই এই যোজনার সুবিধা পেতে পারে। তার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pmflsgovt.in-এর মাধ্যমে সমস্ত বিবরণ সহ একটি ফর্ম ফিলাপ করে রেজিস্ট্রেশন করতে হবে।

প্রতারকরা আরো দাবি করে যে, একাদশ-দ্বাদশ সহ গ্র্যাজুয়েশনের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের সকল ছাত্র-ছাত্রীরাই এই ল্যাপটপ প্রকল্পের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকারের নতুন এই স্কিমের অধীনে বিনামূল্যে ল্যাপটপ পাওয়া যাবে, এটি যে ভুয়ো তথ্য সেটি মেসেজের বাক্য গঠন এবং ব্যাকরণগত ভুল দেখে ভালোভাবেই বোঝা যায়।

ভুয়ো বার্তার সত্যতা যাচাই করেছে পিআইবি

সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক টিম ‘প্রধানমন্ত্রীর বিনামূল্যে ল্যাপটপ যোজনা ২০২৩-২৪’-এর সত্যতা যাচাই করে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষা মন্ত্রক দ্বারা বিনামূল্যে ল্যাপটপ প্রদানের কোনো প্রকল্প চালানো হচ্ছে না। এই বার্তা সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। ভারত সরকার এই ধরনের কোনও পরিকল্পনা গ্রহণ করেনি। আর এই ধরনের কোনও স্কিমের রেজিস্ট্রেশনের ফাঁদে পড়ে ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শও দিয়েছেন তারা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন