Redmi Note 10S বিশ্ব বাজারে Poco ব্র্যান্ডিং সহ লঞ্চ হচ্ছে, FCC থেকে পেল অনুমোদন
Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco সম্প্রতি গ্লোবাল মার্কেটে Poco F4 5G এবং Poco X4 GT হ্যান্ডসেটগুলি উন্মোচন করেছে। এই...Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco সম্প্রতি গ্লোবাল মার্কেটে Poco F4 5G এবং Poco X4 GT হ্যান্ডসেটগুলি উন্মোচন করেছে। এই ডিভাইসগুলি Redmi K40S এবং Redmi Note 11T Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটে আরেকটি রেডমি ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি আপকামিং পোকো ফোনকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে, যা গত বছর মার্চ মাসে লঞ্চ হওয়া Redmi Note 10s-এর রিব্যাজড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। চলুন সার্টিফিকেশন সাইট থেকে এই আসন্ন পোকো স্মার্টফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Poco-এর নতুন হ্যান্ডসেটকে দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে
2207117BPG মডেল নম্বর সহ একটি নতুন পোকো হ্যান্ডসেট মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, আসন্ন স্মার্টফোনটি M2101K7BNY মডেল নম্বরের একটি ভ্যারিয়েন্ট হবে৷ আর এই মডেল নম্বরটি রেডমি নোট ১০এস সাথে যুক্ত। তাই, পোকো শীঘ্রই বিশ্ব বাজারে রিব্র্যান্ডেড রেডমি নোট ১০এস লঞ্চ করবে।
এছাড়াও, এফসিসি তালিকাটি প্রকাশ করেছে যে, পোকো হ্যান্ডসেটটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে। আর ডিভাইসটিকে ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট-এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে।
Poco 2207117BPG-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
যেহেতু জানা গেছে যে, Poco 2207117BPG, Redmi Note 10s-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে, তাই ডিভাইসটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ৪৫০ নিটস টিপিক্যাল স্ক্রিন ব্রাইটনেস, ১,১০০ নিট পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা অফার করবে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, Poco 2207117BPG-এর ব্যাক প্যানেলে সম্ভবত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco 2207117BPG ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
উল্লেখ্য, এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, এই পোকো ডিভাইসটি আগস্টের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে, তাই আশা করা যায় খুব শীঘ্রই এর চূড়ান্ত নাম এবং দামের মতো তথ্যগুলি সামনে আসবে।