Poco Buds X1: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে লঞ্চ হচ্ছে পোকোর দুর্দান্ত সাউন্ডের ইয়ারবাডস
আগামী ১ আগস্ট পোকো তাদের নতুন স্মার্টফোন হিসাবে পোকো এম৬ প্লাস ৫জি লঞ্চ করতে চলেছে। এই ইভেন্টে সংস্থাটি পোকো বাডস এক্স১...আগামী ১ আগস্ট পোকো তাদের নতুন স্মার্টফোন হিসাবে পোকো এম৬ প্লাস ৫জি লঞ্চ করতে চলেছে। এই ইভেন্টে সংস্থাটি পোকো বাডস এক্স১ ইয়ারবাডসের উপর থেকেও পর্দা সরাবে। সম্প্রতি একটি এক্স পোস্টে এই নতুন ইয়ারবাডসের লঞ্চের তারিখ ঘোষণা করেছে পোকো। পোস্টে থাকা ছবি দেখে পরিষ্কার যে, পোকো বাডস এক্স১ এর লুকিং প্রিমিয়াম হবে।
পোকো বাডস এক্স১ ইয়ারবাডস আসছে ইন-ইয়ার ডিজাইনের সাথে
ছবিতে পোকো বাডস এক্স১ ইয়ারবাডস কে সাদা রঙে দেখা গেছে এবং এতে হালকা হলুদ রঙ-ও যোগ করা হয়েছে। এই ছবি অনুযায়ী, ইয়ারবাডসটি স্টেমের সাথে আসবে এবং এতে ইন-ইয়ার ডিজাইন দেখা যাবে। অন্য একটি টিজারে সংস্থাটি প্রকাশ করেছে যে ইয়ারবাডসটি ১২.৪ মিমি ডায়নামিক টাইটানিয়াম ড্রাইভার সহ আসবে এবং এতে ৪০ ডিবি হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করবে।
প্রসঙ্গত, পোকো বাডস এক্স১ ব্র্যান্ডের দ্বিতীয় ইয়ারবাডস হবে। এর আগে সংস্থাটি পোকো পডস লঞ্চ করেছিল, যা ১২ মিমি ড্রাইভার, গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট, ব্লুটুথ ভার্সন ৫.৩, আইপিএক্স৪ রেটিং এবং দ্রুত চার্জিং সমর্থন সহ ৩০ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করত। ফ্লিপকার্টে এর দাম ১,১৯৯ টাকা।
পোকো এম৬ প্লাস ৫জি লঞ্চ হবে ১ আগস্ট, দাম ও বিশেষত্ব দেখুন
পোকো এম৬ প্লাস ৫জি এর ল্যান্ডিং পেজে দেখা যাচ্ছে এর পিছনে থাকবে ডুয়াল টোন ডিজাইন। ফোনটি ফ্ল্যাট এজ এবং পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে সহ আসবে। ডিভাইসটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে পাওয়া যাবে এফ/১.৭৫ ইঞ্চ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় ৩এক্স ইন-সেন্সর জুম সমর্থন করে। এতে রিং এলইডি ফ্ল্যাশ লাইটও থাকবে। ভারতে পোকো এম৬ প্লাস ফোনের দাম রাখা ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে।