Poco C31 আগামীকাল বাজেট রেঞ্জে ভারতে আসছে, 4GB RAM সহ থাকবে Mediatek Helio G35 প্রসেসর

Poco C31 আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। এই ফোনটি গতবছর অক্টোবরে ভারতে আসা Poco C3-এর উত্তরসূরী হবে। লঞ্চের আগে…

Poco C31 আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। এই ফোনটি গতবছর অক্টোবরে ভারতে আসা Poco C3-এর উত্তরসূরী হবে। লঞ্চের আগে কোম্পানির তরফে নতুন ফোনের বিশেষ বিশেষ ফিচারগুলি টিজ করা হচ্ছে। সম্প্রতি একটি টিজার থেকে Poco C31 ফোনের প্রসেসর ও র‌্যাম সাইজ সামনে এসেছে, যার পর নিশ্চিত ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ হবে। এদিকে Poco C31 আগামী ৩ অক্টোবর থেকে শুরু হ‌তে চলা Flipkart Big Billion Days সেলে পাওয়া যাবে বলে মনে হচ্ছে।

Poco C31 ফোনের প্রসেসর ও র‌্যাম সাইজ প্রকাশ্যে

পোকো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আসন্ন পোকো সি৩১ ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফোনটি ৪ জিবি র‌্যাম সহ আসবে। জানিয়ে রাখি পোকো সি৩ ফোনেও হেলিও জি৩৫ প্রসেসর‌ ও ৪ জিবি র‌্যাম ছিল।

এছাড়া জানা গেছে, পোকো সি৩১ ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার থাকবে। পোকো’র দাবি, তাদের এই নতুন স্মার্টফোন বাজারের অন্যান্য হ্যান্ডসেটের চেয়ে ২৫ শতাংশ বেশি টেকসই হবে (ট্রান্সলেট)। কোম্পানির আরও বলেছে, “পোকো সি৩১ আগামী ২.৫ বছর একটানা ব্যবহার করলেও নতুনের মত লাগবে।”

এছাড়া Flipkart এর মাইক্রোসাইট থেকে সামনে এসেছে, Poco C31 ফোনে ওয়াটার ড্রপ স্টাইল নচ ডিসপ্লে দেখা যাবে। ডিসপ্লের দুইপাশে হালকা এবং নীচের দিকে পুরু বেজেল থাকবে। ফোনটি ব্লু কালারে আসবে। যদিও এছাড়া Poco C31 ফোনের ক্যামেরা, ডিসপ্লে সাইজ বা অন্যান্য তথ্য এখনও অজানা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন