Poco F সিরিজের নতুন ফোন শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, ঘোষণা সংস্থার

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড পোকো (Poco)-এর তরফে সম্প্রতি দুটি গুরুত্বপূর্ন ঘোষণা করা হয়েছে। প্রথমটি হল, এই...
Ananya Sarkar 7 Jun 2022 10:26 AM IST

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড পোকো (Poco)-এর তরফে সম্প্রতি দুটি গুরুত্বপূর্ন ঘোষণা করা হয়েছে। প্রথমটি হল, এই ব্র্যান্ডের ভারতীয় শাখার প্রধান হিসেবে হিমাংশু ট্যান্ডন আজই থেকেই কোম্পানিতে যোগদান করেছেন। দ্বিতীয়টি হলো, পোকো গ্লোবাল মার্কেট এবং ভারতে তাদের নতুন F-সিরিজের ডিভাইসগুলি চালু করার পরিকল্পনা করছে৷ ব্র্যান্ডের তরফ থেকে করা টুইটে বলা হয়েছে যে, পরবর্তী প্রজন্মের F-সিরিজের ডিভাইসগুলির "ডিসপ্লে এবং সাউন্ড"-এর ওপর বিশেষভাবে ফোকাস করা হবে।

Poco F-সিরিজের ডিভাইসগুলো শীঘ্রই আসছে গ্লোবাল মার্কেট এবং ভারতের বাজারে

রেডমি কে৫০ গেমিং এডিশন-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে পোকো এফ৪ জিটি ইতিমধ্যেই ইউরোপ এবং যুক্তরাজ্যের বাজারে উপলব্ধ রয়েছে৷ তাই আশা করা যায় যে, পোকো এফ৪ সিরিজের বাকি মডেলগুলিও রেডমি কে৫০ সিরিজের অন্যান্য মডেলগুলির রিব্যাজড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে।

https://twitter.com/IndiaPOCO/status/1533764147191730177

এখনও অবধি, গেমিং এডিশনটি ছাড়াও, রেডমি কে৫০ সিরিজে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি হল রেডমি কে৫০ এবং কে৫০ প্রো। এই দুটি হ্যান্ডসেটই ২কে রেজোলিউশন যুক্ত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং স্টেরিও ডুয়েল স্পিকার সহ এসেছে। রেগুলার মডেলটি ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত এবং কে৫০ প্রো-এ ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Redmi K50 এবং K50 Pro উভয় ডিভাইসেরই ট্রিপল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Pro মডেলের ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। সেখানে K50-এর ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রধান সেন্সরের বদলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, তবে বাকি সহায়ক ক্যামেরাগুলি K50 Pro-এর মতোই।

পাওয়ার ব্যাকআপের জন্য, K50 Pro-তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান, যেখানে K50 বেস মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এগুলি গ্লোবাল মার্কেটে আসন্ন Poco F-সিরিজের স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন হতে পারে বলে মনে করা হচ্ছে, তবে ডিভাইসগুলি ভারতীয় বাজারে সম্পূর্ণ ভিন্ন স্পেসিফিকেশনের সাথে আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story