অবশেষে ভারতে আসছে Poco F3 GT, থাকবে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর

Poco F3 GT India Launch Teased: হালফিলে একাধিক রিপোর্টে দাবি করা হয়, ভারতে Poco-র পরবর্তী স্মার্টফোনের নাম হবে Poco F3 GT। পাশাপাশি কোড বিশ্লেষণ করে…

Poco F3 GT India Launch Teased: হালফিলে একাধিক রিপোর্টে দাবি করা হয়, ভারতে Poco-র পরবর্তী স্মার্টফোনের নাম হবে Poco F3 GT। পাশাপাশি কোড বিশ্লেষণ করে একজন দেখান, Poco F3 GT আসলে Redmi K40 Game Enhanced Edition-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। Poco আজ অফিসিয়াল টিজার রিলিজ করে প্রথম দাবিকেই মান্যতা দিল। টিজারে দেখানো হয়েছে, ভারতে Poco-র আপকামিং স্মার্টফোন হিসেবে আসবে Poco F3 GT। মার্কেটিং নাম নিশ্চিত করার পাশাপাশি এটি যে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ (MediaTek Dimensity 1200) প্রসেসর দ্বারা পরিচালিত হবে, তা টিজারে স্পষ্ট করা হয়েছে।

ভারতে Poco F3 GT কত তারিখে লঞ্চ হবে সেই বিষয়ে টিজার থেকে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে টিজারটি “Q3 coming soon” নোট দেখিয়ে শেষ করা হয়েছে। যার অর্থ Poco F3 GT এ বছরের তৃতীয় ত্রৈমাসিক বা জুলাইতে ভারতে পা রাখবে। প্রসঙ্গত, Redmi K40 Game Enhanced Edition চীনে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর সহ লঞ্চ হয়েছিল। আবার ভারতে Poco F3 GT একই প্রসেসর সহ আসছে। ফলে রিব্র্যান্ডিংয়ের তত্ত্ব এখন আরও জোরদার হল।

Poco F3 GT: স্পেসিফিকেশন

পোকো এফ৩ জিটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ আসতে পারে। ডাইমেনসিটি ১২০০ চিপসেট থাকছেই, সেইসঙ্গে এতে ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেখা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য পোকো এফ৩ জিটি ৬৪+৮+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের এতে ৫,০৬৫ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা যায়৷ যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন