Poco F4 GT আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ১২ জিবি র‌্যাম সহ, ২৬ এপ্রিল লঞ্চের আগে দেখা গেল Geekbench-এ

স্মার্টফোন ব্র্যান্ড পোকো তাদের F-সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই সংস্থা নিশ্চিত করেছে যে, আগামী ২৬ এপ্রিল গ্লোবাল…

স্মার্টফোন ব্র্যান্ড পোকো তাদের F-সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই সংস্থা নিশ্চিত করেছে যে, আগামী ২৬ এপ্রিল গ্লোবাল মার্কেটে আপকামিং Poco F4 GT মডেলটি উন্মোচন করা হবে। এই আসন্ন প্রিমিয়াম পোকো স্মার্টফোনটি Poco F3 GT- এর উত্তরসূরি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। আশা করা যায় এই হ্যান্ডসেটটিকে শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে। তবে এখন লঞ্চের আগে Poco F4 GT-কে স্পট করা হল গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে। এই সাইটের লিস্টিংটি আসন্ন ফোনটির কিছু কী ফিচার প্রকাশ করেছে। জানা গেছে Poco F4 GT কোয়ালকম (Qualcomm)-এর ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে।

Poco F4 GT-কে দেখতে পাওয়া গেল Geekbench-এর ডেটাবেসে

পোকো এফ৪ জিটি আগামী ২৬ এপ্রিল বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। তবে অফিসিয়াল লঞ্চের আগে, ডিভাইসটি 21121210G মডেল নম্বর সহ গিকবেঞ্চের সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করে যে, হ্যান্ডসেটে ‘টারো’ (taro) কোডনেমের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মূলত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ নামে পরিচিত। তালিকায় উল্লেখ করা হয়েছে ৩.০ গিগাহার্টজ সর্বোচ্চ ক্লক স্পিডের এই প্রসেসরের সাথে গ্রাফিক্সের জন্য যুক্ত রয়েছে অ্যাড্রেনো ৭৩০ (Adreno 730) জিপিইউ। গিকবেঞ্চে এই ফোনের যে ভ্যারিয়েন্টটি তালিকাভুক্ত হয়েছে, সেটিতে ১২ জিবি র‍্যাম রয়েছে। তবে আশা করা যায় এই পোকো ফোনটি ৮ জিবি র‍্যামের সাথেও বাজারে আসবে। এছাড়া ডিভাইসটি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে।

Latest News Related To Poco F4 Gt Geekbench Listing In Bengali On Tech Gup. Explore Poco F4 Gt Geekbench Listing Image News, Photos In Bengali In Tech Gup

গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে পোকো এফ৪ জিটি ১,২৩৫ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৫৫৫ পয়েন্ট অর্জন করেছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। তবে ডিভাইসটির অন্যান্য বিবরণগুলি গিকবেঞ্চে প্রকাশ করা হয়নি।

জানিয়ে রাখি, Poco F4 GT হ্যান্ডসেটটি চীনে লঞ্চ হওয়া Redmi K50 Gaming Edition-এর রিব্যাজড সংস্করণ হিসাবে লঞ্চ হবে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে, এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হবে৷ সেলফির জন্য, ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সলের সনি আইএমএক্স৫৯৬ সেন্সর দেখতে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F4 GT-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া, এই হ্যান্ডসেটে শোল্ডার ট্রিগার এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে একটি থার্মাল মানেজমেন্ট কুলিং সিস্টেমও মিলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন