৬ জিবি র‌্যামের সাথে আগামী সপ্তাহে ভারতে আসছে Poco M2 Pro, থাকবে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর

গতকালই আমরা জানিয়েছিলাম আগামী ৭ জুলাই ভারতে লঞ্চ হবে Poco M2 Pro। ই-কমার্স সাইট Flipkart থেকে এই টিভি বিক্রি হবে বলে জানা গেছে। ওইদিন দুপুর…

গতকালই আমরা জানিয়েছিলাম আগামী ৭ জুলাই ভারতে লঞ্চ হবে Poco M2 Pro। ই-কমার্স সাইট Flipkart থেকে এই টিভি বিক্রি হবে বলে জানা গেছে। ওইদিন দুপুর ১২ টায় পোকো এম ২ প্রো কে ভারতে আনা হবে। তার আগে আজ বেঞ্চমার্ক সাইট Geekbench এ ফোনটিকে দেখা গেল। যেখান থেকে পরিষ্কার এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সাথে ৬ জিবি র‌্যাম থাকবে।

এদিকে কয়েকদিন আগে কোম্পানি দ্বারা শেয়ার করা একটি ছবি থেকে পরিষ্কার Poco M2 Pro ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে আসবে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন কি হবে তা কোম্পানি জানায়নি। তবে ফ্লিপকার্ট থেকে জানা গেছে এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ফ্লিপকার্ট তাদের টিজার পেজে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, যেটি উত্তর দিতে পারলে আপনি একটি পোকো এম ২ প্রো জিততে পারবেন। প্রশ্নের উত্তর দিতে এখানে ক্লিক করুন

কিছুদিন আগে এই ফোনকে ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইট BIS এ দেখা গিয়েছিল। মিড রেঞ্জে আসা এই ফোনকে সার্টিফিকেশন ওয়েবসাইটে gram কোডনেমের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং এর মডেল নম্বর ছিল M2003J6CI। এই ফোনে ব্লুটুথ ৫.০ ভার্সন থাকবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১১ ইন্টারফেসের সাথে আসবে।

এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই কানেক্টিভিটি থাকবে। আবার ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সাথে আসতে পারে। এই একই প্রসেসরের সাথে Xiaomi Redmi Note 9 Pro ফোনটি লঞ্চ হয়েছিল। সেদিক থেকে বলতে গেলে এই ফোনটি রেডমি নোট ৯ প্রো এর রিব্রান্ডেড ভার্সন হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *