Poco M4 5G: শাওমি ফের ভারতে নতুন ফোন নিয়ে আসছে, এবার পোকো এম৪ ৫জি-র স্পেসিফিকেশন ফাঁস

Poco M4 Pro 5G Pro ভারতে লঞ্চ হয়েছে গত মাসে। আবার এর মধ্যেই জল্পনা শোনা যাচ্ছে যে, শীঘ্রই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ M4 5G নিয়ে…

Poco M4 Pro 5G Pro ভারতে লঞ্চ হয়েছে গত মাসে। আবার এর মধ্যেই জল্পনা শোনা যাচ্ছে যে, শীঘ্রই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ M4 5G নিয়ে এ দেশে হাজির হবে পোকো। Pro ভার্সনের তুলনায় ডাউনগ্রেড মডেল হিসাবে আসবে এটি। যে কারণে দাম আরও সস্তা হবে‌। Poco M4 5G ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি৷ তবে প্রযুক্তিমহলের ভেতরের খবর প্রকাশ করার জন্য পরিচিত টিপস্টার যোগেশ ব্রার Poco M4 5G এর স্পেসিফিকেশনগুলি টুইটের মাধ্যমে সামনে এনেছেন‌। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।

Poco M4 5G স্পেসিফিকেশন

যোগেশের টুইট অনুযায়ী, পোকো এম৪ ৫জি ৬.৫৮ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লের সঙ্গে আসবে। যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের অভ্যন্তরে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। উল্লেখ্য, ডিভাইসটির প্রো ভ্যারিয়েন্টে ডাইমেনসিটি ৮১০ প্রসেসের বর্তমান।

পোকো এম৪ ৫জি-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেল‌ ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত থাকবে। পোকো এম৪ ৫জি ৪ জিবি / ৬ জিবি র‍্যাম (LPDDR4X) এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.2) ভ্যারিয়েন্টে আসবে‌।

পোকো এম৪ ৫জি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ নির্ভর এমআইইউআই ১৩ সিস্টেমে বুট হবে। স্মার্টফোনটির ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত, Poco M4 5G আসলে চীনে লঞ্চ হওয়া Redmi Note 11E হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলেও অনেকে যুক্তি পেশ করেছেন। এমনকি, এক টিপস্টারের দাবি, এটি গ্লোবাল মার্কেটে Redmi 10 5G, Redmi 10 Prime+ 5G, এবং Poco M4 5G নামের সাথে লঞ্চ হবে।