Poco M4 Pro 4G ফোনে থাকবে না কোনো বিজ্ঞাপন, আসছে Poco launcher 2.0 সহ

গত সপ্তাহে ভারতের বাজারে পোকো লঞ্চ করেছে Poco M4 Pro 5G স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটির লঞ্চের আগে থেকেই জল্পনা চলছিল, এর একটি ৪জি সংস্করণও শীঘ্রই বাজারে…

গত সপ্তাহে ভারতের বাজারে পোকো লঞ্চ করেছে Poco M4 Pro 5G স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটির লঞ্চের আগে থেকেই জল্পনা চলছিল, এর একটি ৪জি সংস্করণও শীঘ্রই বাজারে পা রাখবে। আর সেইমতো চীনা ব্র্যান্ডটি ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি ভারত সহ গ্লোবাল মার্কেটে Poco M4 Pro 4G মডেলটির ওপর থেকে পর্দা সরানো হবে। আর এখন আসন্ন লঞ্চের আগে সংস্থার তরফে ডিভাইসটির একাধিক প্রোমোশনাল টিজার প্রকাশ করা হয়েছে, যার থেকে Poco M4 Pro 4G- এর ডিসপ্লে সহ বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারা গেছে।

Poco M4 Pro 4G- এর প্রোমোশনাল টিজারে প্রকাশ্যে এলো একাধিক স্পেসিফিকেশন

পোকো-র তরফে প্রকাশ্যে আনা টিজারগুলি থেকে জানা যাচ্ছে, আপকামিং পোকো এম৪ প্রো ৪জি ফোনে সুপার অ্যামোলেড (AMOLED) প্যানেল দেওয়া হবে। এই ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল ডিজাইন দেখতে পাওয়া যাবে এবং প্যানেলটির সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ১,০০০ নিট। এর পাশাপাশি জল্পনা চলছে, এই ডিসপ্লেতে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এটিতে ডিসিআই-পি৩ (DCI-P3) ওয়াইড কালার গ্যামট থাকবে বলেও জানা গেছে।

অন্যদিকে, স্ক্রিন ছাড়াও পোকো এম৪ প্রো ৪জি ফোনের আরেকটি হাইলাইট হবে এর ডুয়েল স্পিকার সিস্টেম। সংস্থা জানিয়েছে, এই ডিভাইসে ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ থাকবে। এতে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হবে। অন্যান্য ফোনের মতো, এটিতেও আইআর (IR) ব্লাস্টার সাপোর্ট রয়েছে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, পোকো প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি পোকো লঞ্চার ২.০ সহ আসবে এবং এতে ডার্ক মোড সাপোর্ট থাকবে, যা ব্যবহারকারীদের বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা অফার করবে। ব্র্যান্ড আরও নিশ্চিত করেছে যে, Poco M4 Pro 4G- তে ফুল-এইচডি কন্টেন্ট স্ট্রিমিংয়ের জন্য এল১ ওয়াইডভাইন (L1 Widevine) সাপোর্ট করবে।

প্রসঙ্গত, এর আগেই বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, Poco M4 Pro 4G হ্যান্ডসেটটি Redmi Note 11S-এর একটি টুইকড সংস্করণ হিসেবে ভারতের বাজারে আসবে। বলা হচ্ছে যে, এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.১ স্টোরেজ পাওয়া যাবে।

আবার, ক্যামেরার ক্ষেত্রে Poco M4 Pro 4G মডেলটি বাজারে বিদ্যমান Redmi Note 11S-এর থেকে আলাদা হবে। এতে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। ফোনের সামনে, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকবে। সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Poco M4 Pro 4G ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে।