Poco M4 Pro 4G: Poco M4 Pro এর ফোর-জি ভার্সন আসছে, থাকবে Helio G96 প্রসেসর ও 6 জিবি র্যাম
Poco M4 Pro 5G গত বছরের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল। আর স্মার্টফোনটি অবশেষে ভারতের বাজারে আগামী ১৫ ফেব্রুয়ারি পা রাখতে...Poco M4 Pro 5G গত বছরের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল। আর স্মার্টফোনটি অবশেষে ভারতের বাজারে আগামী ১৫ ফেব্রুয়ারি পা রাখতে চলেছে। সংস্থার তরফে এ বিষয়ে নিশ্চিতবার্তা মিলেছে আগেই। তবে দেশে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার পূর্বে চর্চায় Poco M4 Pro 4G। নাম শুনেই বোধগম্য, এটি হ্যান্ডসেটটির ফোর-জি ভ্যারিয়েন্ট।
স্মার্টফোনটি গিকবেঞ্চে হাজির হয়েছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মটির সূত্রে সামনে আসা মডেল নম্বর ও স্পেসিফিকেশনগুলি ইঙ্গিত করছে, এটি Poco M4 সিরিজের নতুন সদস্য। নির্দিষ্টভাবে বললে, Poco M4 Pro 4G৷ যার ব্যাপারে অবশ্য এখনই খোলাখুলি কিছু ঘোষণা করতে নারাজ পোকো।
Poco M4 Pro 4G Geekbench
গিকবেঞ্চের লিস্টিং বলছে Poco M4 Pro 4G-এর মডেল নম্বর 2201117PG। এতে অক্টা-কোর প্রসেসর রয়েছে। যার ছ'টি কোর ২.০ গিগাহার্টজ ও দু'টি পারফরম্যান্স কোর ২.০৫ গিগাহার্টজ ক্লক স্পিডে চলে। প্রসেসরটির কোডনাম ARM MT6781 হিসেবে উল্লেখ করায় অনুমান, এটি MediaTek Helio G96 এসওসি। চিপসেট ১২ ন্যানোমিটারের এবং এটি Mali G57 জিপিইউ-সহ আসে।
গিকবেঞ্চের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে Poco M4 Pro 4G যথাক্রমে ৫১৭ পয়েন্ট ও ১৮৫২ পয়েন্ট স্কোর করেছে। এছাড়া ডিভাইসটিতে ৬ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে।
প্রসঙ্গত, ভারতের বাজারে পরশুদিন লঞ্চ হওয়া Redmi Note 11S-এর মডেল নম্বরের (2201117SG) সঙ্গে Poco M4 Pro 4G-এর ব্যাপক সাদৃশ্য৷ Redmi Note 11S মডেলে যেটা S, সেটা Poco M4 Pro 4G-এর ক্ষেত্রে G৷ পার্থক্য শুধু এটাই। অর্থাৎ,Redmi Note 11S-এর রিব্রান্ডেড ভার্সন হিসেবে Poco M4 Pro হ্যান্ডসেটের 4G ভার্সনের লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রতীয়মান হচ্ছে।
উল্লেখ্য, পোকোর কাছে এটা নতুন বিষয় নয়। কারণ শাওমি গ্রুপের ছত্রছায়ায় থাকার ফলে সাম্প্রতিক অতীতে শাওমি ও রেডমির অনেক হ্যান্ডসেটে সবকিছু বজায় রেখে বা কখনও টুকটাক পরিবর্তনের মাধ্যমে সেগুলি পোকোর লোগোর সাথে গ্রাহকদের হাতে উঠেছে। ফলে পোকো এম৪ প্রো ৪জি-এর ক্ষেত্রে একই কৌশল অবলম্বন করা হচ্ছে বলেই ধরে নেওয়া যায়।
পোকো এম৪ প্রো ৪জি থেকে কী প্রত্যাশা করা যেতে পারে, তা এর ৫জি ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনগুলি দেখে ধারণা করা যায়। পোকো এম৪ প্রো ৫জি একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০+৮+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ডুয়াল স্টিরিও স্পিকার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে।