Poco M5 ভারত সহ এই তিনটি দেশে শীঘ্রই লঞ্চ হচ্ছে, পেল NBTC, BIS, FCC থেকে অনুমোদন
Poco আগামী কয়েকমাসে একাধিক নতুন ফোন বাজারে হাজির করতে চলেছে। এরমধ্যে একটি হবে Poco M5। ইতিমধ্যেই ফোনটিকে আমেরিকার FCC,...Poco আগামী কয়েকমাসে একাধিক নতুন ফোন বাজারে হাজির করতে চলেছে। এরমধ্যে একটি হবে Poco M5। ইতিমধ্যেই ফোনটিকে আমেরিকার FCC, ভারতের BIS, ও সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার ফোনটি থাইল্যান্ডের NBTC থেকে অনুমোদন লাভ করল। ফলে বলতে দ্বিধা নেই যে, Poco M5 শীঘ্রই বিভিন্ন দেশে লঞ্চ হতে চলেছে।
Poco M5 উপস্থিত হল NBTC সার্টিফিকেশন সাইটে
অন্যান্য সার্টিফিকেশন সাইটের মতো এনবিটিসি-তেও পোকো এম৫ একই মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লিস্টিং থেকে এই ফোনটি সম্বন্ধে বিশেষ কোনো তথ্য জানা যায়নি।
এর আগে সামনে এসেছে যে, পোকো এম৫ ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর হল 22071219CG (G-Global)। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটি কেবলমাত্র ৪জি কানেক্টিভিটি সহ উপলব্ধ থাকবে। আবার অপারেটিং সিস্টেম সহ এতে থাকবে অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্ক্রিন। এছাড়াও ফোনটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অফার করবে।
আগেই বলেছি, NBTC -এর আগে Poco M5 ফোনটি FCC, BIS, এবং IMDA দ্বারাও অনুমোদন লাভ করেছে। সুতরাং আশা করাই যায় যে থাইল্যান্ডের পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশে এই ফোনটির দেখা শীঘ্রই মিলবে। এক্ষেত্রে উল্লেখ্য যে, ভারতীয় মডেলটির মডেল নম্বর 22071219CI (I-India)।
তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন Poco M5 -এর লঞ্চের তারিখ কোম্পানি এখনো কিছু জানায়নি। তবে মডেল নম্বরের প্রথম চারটি ডিজিট দেখে বলা যায় যে, এ বছরের জুলাই মাসে এটির বাজারে আত্মপ্রকাশ করার কথা ছিল। তবে এখনো যেহেতু ফোনটি বাজারে আসেনি, তাই মনে হচ্ছে এটির লঞ্চের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত বলে রাখি, টিপস্টারদের একাংশের দাবি Poco M5-এর সঙ্গে একই সময় আত্মপ্রকাশ করবে Poco M5s। Redmi Note 10S ফোনটিকেই রিব্র্যান্ড করে বাজারে ছাড়া হবে Poco M5s নাম দিয়ে। এটিও অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্ক্রিন সহ আসবে বলে জানা যাচ্ছে।