Poco M6 Plus 5G: পোকোর নতুন চমক, পয়লা আগস্ট ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন লঞ্চ করবে ভারতে
পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি আগামী মাসের শুরুতেই আসছে বাজারে। লঞ্চের আগে সামনে এল ফোনটির ডিজাইন
পোকো আজ ভারতে পোকো এফ৬ ডেডপুল লিমিটেড এডিশনের ফোন ঘোষণা করবে। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে কোম্পানি পোকো এম৬ প্লাস ৫জি নামে একটি বাজেট-ফ্রেন্ডলি ৫জি ফোনও লঞ্চ করার পরিকল্পনা করছে। ফ্লিপকার্টে ফোনটির ল্যান্ডিং পেজটি লাইভ হয়েছে, যা প্রকাশ করে যে এটি ভারতে আগামী ১ আগস্ট ঘোষণা করা হবে।
প্রকাশিত হল পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ডিজাইন
পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ল্যান্ডিং পেজটি প্রকাশ করেছে যে ফোনটির পিছনে ডুয়েল-টোন ডিজাইন থাকবে। ডিভাইসটির ফ্ল্যাট এজ রয়েছে এবং সামনের দিকে একটি পাঞ্চ-হোল স্ক্রিন দেখা যাবে। ফোনটির পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপে এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৪এক্স ইন-সেন্সর জুম সাপোর্ট রয়েছে। এতে একটি রিং এলইডি ফ্ল্যাশ থাকবে। তবে, ব্র্যান্ড এই ডিভাইস সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি।
রিপোর্ট অনুযায়ী, পোকো এম৬ প্লাস হতে পারে রেডমি নোট ১৩আর-এর একটি সামান্য পরিবর্তিত সংস্করণ, যা কয়েক মাস আগে চীনে আত্মপ্রকাশ করেছিল। রেডমি নোট ১৩আর ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ফুলএইচডি+ স্ক্রিন রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেটে চলে, যা সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ১০৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং এটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, পোকো এম৬ প্লাস ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০৩০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। পোকো এম৬ প্লাসের দাম প্রায় ১৩,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে হতে পারে।
পোকো এম৬ প্লাস ৫জি হ্যান্ডসেটের পাশাপাশি, ভারতীয় বাজারে শীঘ্রই কয়েকটি নতুন ফোন লঞ্চ হবে। এর মধ্যে রয়েছে আগামী ২৯ জুলাই ওপ্পো কে১২এক্স, ৩০ জুলাই রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস, ৩১ জুলাই নাথিং ফোন (২এ) প্লাস, ১ আগস্ট মোটোরোলা এজ ৫০, আগামী ৫ আগস্ট ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি, এবং ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো আগস্টের প্রথম দিকে। এই ডিভাইসগুলি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়াও, আইকো জেড৯এস সিরিজ, যার মধ্যে আইকো জেড৯এস এবং আইকো জেড৯এস প্রো রয়েছে, যা আগস্টে ভারতে লঞ্চ হবে। এই ফোনগুলি অ্যামাজনের সাইটে বিক্রি করা হবে।
পোকো এম৬ প্লাস ৫জি ফোনটি আগামী মাসের শুরুতেই আসছে বাজারে। লঞ্চের আগে সামনে এল ফোনটির ডিজাইন