ডিসেম্বরে আসছে Poco -র নতুন ফোন, হতে পারে Redmi Note 10 এর রিব্র্যান্ডেড ভার্সন

দু-বছর আগে Xiaomi-র সাব ব্র্যান্ড হিসাবে বাজারে আসে Poco। তবে চলতি বছরের শুরুর দিকে Poco নিজেকে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। যদিও সংস্থার ডিভাইসের ডিজাইন…

দু-বছর আগে Xiaomi-র সাব ব্র্যান্ড হিসাবে বাজারে আসে Poco। তবে চলতি বছরের শুরুর দিকে Poco নিজেকে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। যদিও সংস্থার ডিভাইসের ডিজাইন বা ফিচার Xiomi-র ডিভাইসগুলির মতই। বেশ কয়েকদিন আগেই ব্র্যান্ডটি Poco M2 Pro, Poco M2, Poco C3-র মত কয়েকটি ফোন লঞ্চ করেছে। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে আরো একটি স্মার্টফোন বাজারে আনবে Poco।

সম্প্রতি, কোম্পানিটির প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার তথা গ্লোবাল স্পোকসপার্সন (মুখপাত্র) অ্যাঙ্গাস কই হো এনজি (Angus Kai Ho Ng) জানিয়েছেন, ২০২০ সাল শেষ হওয়ার আগেই সংস্থাটি একটি নতুন পোকো ফোন লঞ্চ করবে। এরপরই জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা বলেছেন, নতুন পোকো ফোনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। মুকুলের মতে, এই ফোনটি মিড-রেঞ্জার ডিভাইস হবে এবং এটি সম্ভবত Redmi Note 10-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে এই ফোনটি ভারতের বাজারে উপলব্ধ হবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত আগস্ট মাসে রাশিয়ান সার্টিফিকেশন সাইট EEC-তে M2010J19CG মডেল নম্বরযুক্ত একটি পোকো ফোনের পেটেন্ট দেখা গিয়েছিল। এছাড়া, চীনের 3C ডাটাবেসেও ওই ডিভাইসটিকে খুঁজে পাওয়া যায়। যদিও পরে ওই মডেলটিকে Redmi Note 10 4G ডিভাইস হিসেবে পরিচয় দেওয়া হয়। তাই মনে হচ্ছে কিছু দেশে এই ফোনকে Poco ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ করা হবে। ওই সাইটের তথ্য থেকে জানা যায়, ডিভাইসটি ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

প্রসঙ্গত, এর আগে Redmi Note 10-এর দুটি ছবি অনলাইনে ফাঁস হয়েছিল। ওই ছবিগুলির একটিতে M2007J22C মডেল নম্বর অন্তর্ভুক্ত ছিল। পরে, চীনের স্টেট রেডিও রেগুলেশন সার্টিফিকেশন (SRRC) কর্তৃপক্ষের ডাটাবেসে M2007J22C মডেল নম্বরযুক্ত একটি শাওমি ফোন দেখা গিয়েছিল যা Redmi Note 10 স্মার্টফোন বলে দাবি করা হয়। ওই ছবিগুলি দেখে মনে হয়, ডিভাইসের ডিসপ্লের ওপরের দিকে বাম কোণে একটি পাঞ্চ-হোল কাট আউট থাকবে। ফোনটিতে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিড ও ৮ জিবি র‍্যাম থাকবে এবং এটি MIUI 12 কাস্টম স্কিন-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলে মনে করা হচ্ছে।

তবে কোন জল্পনাটি যে সত্যি তা এখনো অবধি স্পষ্ট নয়। ইন্টারনেটে ঘুরতে থাকা এই তথ্যগুলি সত্যিই Redmi Note 10-এর নাকি এগুলিই নতুন পোকো ফোনের ফিচার – তাও সঠিক জানা যায়নি। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি আসন্ন পোকো স্মার্টফোনটির বিশদ প্রকাশিত হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন