Poco X4 5G ভারত সহ গ্লোবাল মার্কেটে শীঘ্রই পা রাখছে, থাকবে Redmi Note 11 Pro 5G-র সমস্ত ফিচার

বছরের শুরুতেই চীনা ব্র্যান্ড পোকোর (Poco) একটি নতুন স্মার্টফোনকে 2201116PG মডেল নম্বর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল...
Ananya Sarkar 25 Jan 2022 11:44 PM IST

বছরের শুরুতেই চীনা ব্র্যান্ড পোকোর (Poco) একটি নতুন স্মার্টফোনকে 2201116PG মডেল নম্বর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল, ওই সাইটের লিস্টিং থেকে জানা যায়, এই নতুন ফোনে রয়েছে এমআইইউআই ১৩ (MIUI 13), এনএফসি ও ৫জি ব্যান্ড (এন৫, এন৮, এন৩৮, এন৪১, এন৭১ এবং এন৭৮) সাপোর্ট। আর এখন এক জনপ্রিয় টিপস্টার একই মডেল নম্বর যুক্ত পোকো স্মার্টফোনটিকে একটি মালয়েশিয়ান সাইটে স্পট করেছেন। এই সাইট থেকে প্রকাশ পেয়েছে এই হ্যান্ডসেটটি Poco X4 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে। জানা গেছে, এই ফোনটি আসন্ন Redmi Note 11 Pro 5G ফোনের টুইটড ভার্সন হিসেবে বাজারে আসতে পারে।

নতুন Poco X4 5G ফোনকে দেখা গেল মালয়েশিয়ান সাইটে

টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন, 2201116PG মডেল নম্বর সহ শাওমির পোকো ব্র্যান্ডিংয়ের ডিভাইসটি পোকো এক্স৪ ৫জি নাম সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। একে একটি মালয়েশিয়ায় সাইটে খুঁজে পাওয়া গেছে। উল্লেখ্য 2201116PI মডেল নম্বর সহ এই একই ডিভাইস এই মাসের শুরুতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) সাইটে দেখা গেছে। তাই আশা করা যায় ভারতেও ডিভাইসটি একই নাম সহ আসবে।

https://twitter.com/stufflistings/status/1485889661893767170

এদিকে, গুঞ্জন শুরু হয়েছে যে, পোকো তাদের নতুন একটি ফোনের উপর কাজ করছে, যার নাম Poco X4 5G, আর এই ফোনের স্পেসিফিকেশনগুলি আগামীকাল গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা Redmi Note 11 Pro 5G মডেলটির মতোই হতে পারে। সম্প্রতি পরিচিত টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, নতুন রেডমি মডেলে গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকবে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ Redmi Note 11 Pro 5G গ্লোবাল সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটি ৬ জিবি/ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ আসতে পারে।

আবার, Redmi Note 11 Pro 5G ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকতে পারে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Show Full Article
Next Story
Share it