Taylor Swift Deepfake: ডিপফেক থেকে সাবধান, পপ গায়িকা টেইলর সুইফট এর আপত্তিজনক ফটো ভাইরাল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ধীরে ধীরে বিশ্বের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। ভারতসহ বিশ্বের অনেক বড় দেশের মানুষ এর মাধ্যমে বিপাকে পড়ছেন। গত…

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ধীরে ধীরে বিশ্বের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। ভারতসহ বিশ্বের অনেক বড় দেশের মানুষ এর মাধ্যমে বিপাকে পড়ছেন। গত বছর দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার একটি ভিডিও ভারতে ভাইরাল হয়েছিল, যা একটি ডিপফেক (Deepfake) ভিডিও ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডিপফেক ভিডিও বা ছবি তৈরি করা হচ্ছে, যা আসল না এডিট করা তা শনাক্ত করা খুবই কঠিন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুয়ো ছবি

ভারতের পর ডিপফেক ওয়ার্ম এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে। জনপ্রিয় পপ গায়িকা টেইলর সুইফটের (Taylor Swift) একটি ডিপফেক ছবি ভাইরাল হয়েছে, যার পর ডিপফেক নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সুইফটের ভুয়ো ছবি মার্কিন নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং যারা এই কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

টেইলর সুইফটের (Taylor Swift) ছবি এক্স, ফেসবুক ও টেলিগ্রামে ভাইরাল হয়েছে, যাকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেছেন এক মার্কিন আইনপ্রণেতা। এক্স পোস্টে তিনি জানিয়েছেন, যাঁরা ছবি শেয়ার করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকেও এই ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে।

ডিপফেকের ঘটনা দ্রুত বাড়ছে

২০২৩ সালে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, ২০১৯ সাল থেকে ডিপফেকের ঘটনা ৫৫০ শতাংশ বেড়েছে। বর্তমানে বিশ্বের কোনো দেশেই ডিপফেক প্রতিরোধে কোনো আইন নেই। ভারতে ডিপফেক নিয়ে আইন করার কথা চলছে এবং শীঘ্রই এই বিষয়ে একটি আইন আসতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন