১লা এপ্রিল থেকে Smartphone, TV, হেডফোন সহ ইলেকট্রনিক প্রোডাক্টের দামে আসছে পরিবর্তন

মাত্র সপ্তাহ দুয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ২০২২ সালের ইউনিয়ন বাজেট পেশ করেছেন। এরপর থেকেই বিভিন্ন মহলে বাজেট নিয়ে কাটাছেঁড়া চলছে। সামনে আসা…

মাত্র সপ্তাহ দুয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ২০২২ সালের ইউনিয়ন বাজেট পেশ করেছেন। এরপর থেকেই বিভিন্ন মহলে বাজেট নিয়ে কাটাছেঁড়া চলছে। সামনে আসা আলোচ্য বাজেটে অর্থমন্ত্রী দেশের স্থানীয় উৎপাদন বাড়ানোর উপরে জোর দিয়েছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভারতকে বিভিন্ন বৈদ্যুতিন উপকরণ তৈরীর ভরকেন্দ্রে পরিণত করার কথা ভাবছে যা বাজেট প্রণয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত।

এদিকে মার্কিন মুলুক ভিত্তিক অ্যাকাউন্টিং ফার্ম Grant Thornton জানিয়েছে, চলতি বাজেটের প্রস্তাবিত শুল্ক আরোপের ফলে ভারতে বহু ইলেকট্রনিক বা বৈদ্যুতিন পণ্যের দামে বড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে স্মার্টফোন, হেডফোন সহ আলাদা আলাদা ব্র্যান্ডের একাধিক প্রোডাক্ট কেনার জন্য আগ্রহীদের পূর্বের থেকে বেশি অথবা কম টাকা খরচ করতে হবে। আগামী ১লা এপ্রিল, ২০২২ থেকে এই পরিবর্তিত মূল্যগুলি কার্যকর হতে পারে বলেও মার্কিন সংস্থাটি দাবী করেছে।

২০২২ সালের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী কর আরোপিত হলে বিভিন্ন বৈদ্যুতিন পণ্যের দামে কি ধরনের পরিবর্তন আসতে পারে, তা নীচে উল্লেখ করা হলো।

১। স্মার্টফোন: দাম কমতে পারে

এবছরের বাজেটে সরকার মোবাইল ফোন চার্জারের ট্রান্সফর্মার, স্মার্টফোনের ক্যামেরা লেন্স প্রভৃতি উপকরণের ক্ষেত্রে ৫ থেকে ১২.৫ শতাংশ শুল্ক ছাড় প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে স্মার্টফোন প্রস্তুতকরণের খরচ অনেকটাই কমতে পারে, যার সুফল ক্রেতারাও ভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

২। ওয়্যারলেস ইয়ারবাড: বাড়তে পারে দাম

স্মার্টফোনের বিপরীতে আগামীদিনে ওয়্যারলেস ইয়ারবাডের দাম বাড়তে পারে বলে আমাদের অনুমান। এই ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত একাধিক উপকরণে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের ফলে উক্ত মূল্যবৃদ্ধি হতে পারে। কেননা সেক্ষেত্রে ওয়্যারলেস ইয়ারবাড, নেকব্যান্ড হেডফোন প্রভৃতি পণ্যের উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাবে।

৩। স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড: দাম কমতে পারে

স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড প্রভৃতি তৈরীর ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের উপরে কর ছাড় বরাদ্দের ফলে ভবিষ্যতে এই ধরনের পণ্যের দাম কমতে চলেছে বলে জল্পনা।

৪। প্রিমিয়াম হেডফোন: বাড়তে চলেছে দাম

আলোচ্য বাজেটে প্রিমিয়াম হেডফোন আমদানির উপরে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগামীদিনে এদের দাম অনেকটাই বৃদ্ধি পেতে পারে যা আগ্রহী ক্রেতাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ।

৫। রেফ্রিজারেটার: উৎপাদন খরচের সাথে বাড়বে দাম

রেফ্রিজারেটরের কম্প্রেসার তৈরীতে ব্যবহৃত উপকরণের উপরে আলোচ্য বাজেটে বাড়তি কর আরোপ করা হয়েছে। এর ফলে রেফ্রিজারেটারের উৎপাদনের খরচ বাড়ার সাথেই তাদের দামও বৃদ্ধি পাবে।