দেশের সমস্ত টেলিকম কোম্পানিকে ১ মাস ফ্রি কলের সুবিধা দেওয়ার অনুরোধ প্রিয়াঙ্কা গান্ধীর

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন-আইডিয়া), পি.কে. পূর্বওয়ার (বিএসএনএল) এবং সুনীল ভারতী মিত্তাল (এয়ারটেল) কে চিঠি পাঠিয়ে করোনা লোকডাউনের সময়…

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন-আইডিয়া), পি.কে. পূর্বওয়ার (বিএসএনএল) এবং সুনীল ভারতী মিত্তাল (এয়ারটেল) কে চিঠি পাঠিয়ে করোনা লোকডাউনের সময় গ্রাহকদের এক মাসের জন্য ফ্রি ইনকামিং-আউটগোয়িং কলের সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছে। দেশের সমস্ত টেলিকম কোম্পানিকে লিখিত চিঠিতে তিনি বলেছেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি আগামী এক মাসের জন্য ইনকামিং এবং আউটগোয়িং কল ফ্রি করুন, যাতে লোকেরা তাদের পরিবারের সাথে কথা বলার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে।’

ভোডাফোন আইডিয়াকে লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় শ্রী বিড়লা জী, আমি আপনার দেশের লক্ষ লক্ষ সেই সব মানুষের হয়ে মানবিক আবেদনে এই পত্র লিখছি, যারা ক্ষুধার্থ এবং অসুস্থ হয়ে আছেন এবং বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে। আমি বিশ্বাস করি যে, এই সঙ্কটের সময়ে আমাদের দেশবাসীকে সহায়তা করা একটি জাতীয় দায়িত্ব। আপনার সংস্থা ভোডাফোন – আইডিয়া লিমিটেড বর্তমান পরিস্থিতিতে একটি বিরাট পার্থক্য গড়ে দিতে পারে।

তিনি আরও বলেছেন, ‘অনেক লোক যারা তাদের বাড়িতে যাচ্ছেন হয়তো তাদের মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছে। এর অর্থ এই যে, তারা তাদের পরিচিত কাউকে কল করতে পারছে না বা কল গ্রহণও করতে পারছেনা। আমি আপনাকে অনুরোধ করছি আপনার মোবাইল পরিষেবায় ইনকামিং এবং আউটগোয়িং কলের সুবিধা আগামী এক মাসের জন্য ফ্রি করুন, যাতে পুরুষ, মহিলা তাদের জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন সময়ে তাদের পরিবারের সাথে কথা বলতে পারে।’

আপনাকে জানিয়ে রাখি কলের সুবিধা না দিলেও দ্বিগুন ডেটা সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও ও বিএসএনএল। সরকারি টেলিকম কোম্পানিটি তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের এই বিশেষ সুবিধা দিচ্ছে। আবার জিও ফাইবার গ্রাহকরা প্রতি রিচার্জে দ্বিগুন ডেটা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *