আজ থেকে ভারতে কাজ করবে না PUBG Mobile ও পাবজি মোবাইল লাইট

গত মাসের শুরুতেই ভারতে ব্যান হয়েছিল জনপ্রিয় ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile। সরকারের আদেশ অনুযায়ী তখনই PUBG Mobile এবং PUBG Mobile Lite গেম অ্যাপ্লিকেশনদুটিকে গুগল প্লে…

গত মাসের শুরুতেই ভারতে ব্যান হয়েছিল জনপ্রিয় ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile। সরকারের আদেশ অনুযায়ী তখনই PUBG Mobile এবং PUBG Mobile Lite গেম অ্যাপ্লিকেশনদুটিকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে রিমুভ করা হয়। এরপর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, নানা জল্পনা-কল্পনা চলেছে গেমটি পুনরায় অ্যাক্সেস করা যাবে কিনা, অর্থাৎ গেমটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা। কিন্তু জল যে উল্টোদিকে গড়াচ্ছে তা সাম্প্রতিক খবর থেকে স্পষ্ট হয়ে গেল। আসলে এতদিন অবধি যাদের ফোনে ব্যান হওয়ার আগে থেকেই PUBG Mobile ইন্সটল করা ছিল, তাদের মধ্যে অনেকেই বিনা বাধায় গেমটি খেলতে পারছিলেন। কিন্তু গতকাল মধ্যরাতে PUBG Mobile ঘোষণা করেছে যে আজ থেকে গেমটি ভারতে পুরোপুরি কাজ করা বন্ধ করবে।

পাবজি মোবাইল তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছে, যাতে বলা হয়েছে টেনসেন্ট গেমস আজ অর্থাৎ ৩০শে অক্টোবর থেকে PUBG Mobile Nordic Map: Livik এবং PUBG Mobile Lite গেমদুটির সমস্ত পরিষেবা এবং অ্যাক্সেস বন্ধ করে দেবে। সুতরাং আর কোনোভাবেই মোবাইলে পাবজি খেলা যাবেনা (এই প্রতিবেদনটি লেখার সময় যদিও অ্যান্ড্রয়েডে খেলা যাচ্ছিলো)।

প্রসঙ্গত, ভারত সরকার গোপনীয়তা এবং সুরক্ষার কারণে এখনো পর্যন্ত ২০০টিরও বেশি চীনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে। পাবজি গেমটি দক্ষিণ কোরিয়ার সংস্থা পাবজি কর্পোরেশন দ্বারা নির্মিত হলেও, এটির ভারত ভিত্তিক সার্ভারের দায়িত্বে ছিল চীনা কোম্পানি টেনসেন্ট। চীনা সংস্থার সাথে সম্পর্ক থাকার জেরেই গেমটিকে বিদায় জানানো হয়। যদিও ব্যান হওয়ার কয়েকদিনের মধ্যেই পাবজি কর্পোরেশন, টেনসেন্টের সাথে সমস্ত চুক্তি প্রত্যাহার করে বলে জানা যায়।

Latest News Related To Pubg Mobile In Bengali On Tech Gup. Explore Pubg Mobile Image News, Photos In Bengali In Tech Gup

বিগত সপ্তাহগুলিতে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে পাবজি। জল্পনা চলেছে, ভারতে ফিরতে দেশের দুই জনপ্রিয় টেলিকম অপারেটর Reliance Jio ও Bharti Airtel-এর সাথে আলোচনা করছে পাবজি কর্পোরেশন। মোদী সরকারের সাথেও সংস্থাটি আলোচনা করতে আগ্রহী – এমন কথাও শোনা গিয়েছে। পাবজি কর্তৃপক্ষ বারবার বলেছে তারা ভারতের ডেটা সুরক্ষা নীতি এবং পলিসি সম্পূর্ন মেনে চলেছে। সাম্প্রতিক পোস্টেও পাবজি কর্তৃপক্ষ বলেছে, তারা ইউজারের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষিত রাখে। তাই এই গেম থেকে ইউজারদের আশঙ্কার কোনো নেই।

এদিকে আগামী নভেম্বরেই মেড ইন ইন্ডিয়া ব্যাটেল-রয়্যাল গেম ‘FAU-G’ (ফিয়ারলেস অ্যান্ড উইনাইটেড গার্ডস) চালু হবে বলে জানা গিয়েছে। এখন পাবজি প্রেমীদের প্রতিক্রিয়া কী হয় – সেটাই দেখার!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন