গুগলের সাথে জোট বেঁধে ভারতে ফিরতে চাইছে পাবজি মোবাইল

ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile-র ওপর সরকারি নিষেধাজ্ঞা, ভারতের মোবাইল গেমিং বিভাগে যে কিছুটা হলেও শূন্যতা তৈরি করেছে – সেবিষয়ে নতুন করে কিছু বলার নেই! গেমটি…

ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile-র ওপর সরকারি নিষেধাজ্ঞা, ভারতের মোবাইল গেমিং বিভাগে যে কিছুটা হলেও শূন্যতা তৈরি করেছে – সেবিষয়ে নতুন করে কিছু বলার নেই! গেমটি ব্যান হওয়ার পর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়; সেক্ষেত্রে ভারতের বাজার থেকে আয় বন্ধ হয়ে যাওয়ায় বিধিনিষেধের ঘেরাটোপ কাটিয়ে পুনরায় ফিরতে মরিয়া পাবজি কর্পোরেশন। ইতিমধ্যে সংস্থাটি, সরকারের খাতায় তার ভারতীয় শাখার নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করিয়েছে। এমনকি দীপাবলির সময় আমরা গেমটির রি-লঞ্চের বিজ্ঞাপনী টিজারও দেখতে পেয়েছি। কিন্তু সংস্থাটি একাধিক ইতিবাচক পদক্ষেপ নিলেও, সরকার এখনও পর্যন্ত মোবাইল গেমটিকে ছাড়পত্র দেয়নি। যার ফলে সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে!

এর আগের কয়েকটি প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম, ভারত সরকারের বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MEITY), পাবজি মোবাইল ইন্ডিয়ার সাথে বৈঠক বা আলোচনায় বসার কোনো আগ্রহ দেখায়নি। এছাড়া, দেশের বেশ কিছু সামাজিক সংস্থা, গেমটিকে দেশের তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে কেন্দ্র সরকারকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার জন্য অনুরোধ করেছে। ফলে সব মিলিয়ে স্মার্টফোনে PUBG Mobile ফের উপলব্ধ হবে কিনা বা হলেও কবে হবে, সেই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

তবে সম্প্রতি, জনপ্রিয় ইউটিউবার গৌরব চৌধুরী (যিনি নেটদুনিয়ায় ‘টেকনিক্যাল গুরুজি’ নামেই বেশি পরিচিত) তার সর্বশেষ ভিডিওতে দাবি করেছেন যে, পাবজি মোবাইল ভারতে ফিরে আসার জন্য গুগলের সাথে জোট বাঁধার কথা ভাবছে। এই পরিকল্পনাটি বাস্তবায়িত করতে পাবজি-র মূল সংস্থা ক্রাফটন (Krafton) যে তার ভারতীয় শাখাটির পরিচালক হিসাবে জনপ্রিয় ইন্টারপ্রিনিউয়ার অণীশ অরবিন্দকে নিযুক্ত করেছে এবং একাধিক দেশীয় কর্মী নিযুক্ত করেছে সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন গৌরব। এই ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই পাবজি প্রেমীরা আরও একবার আশার আলো দেখতে শুরু করেছেন।

প্রসঙ্গত, মাস খানেক আগে মাইক্রোসফ্ট অ্যাজুরে-র সাথে একইভাবে হাত মিলিয়েছিল ক্রাফটন। ওই সময়েও জল্পনা শুরু হয়েছিল যে এই পার্টনারশিপের ফলে গেমটির ভারতে প্রত্যাবর্তনের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। এমনকি, MCA অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের সাথে জড়িত ব্যক্তিত্ব কুমার কৃষ্ণন আইয়ারকে পাবজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এমন কথাও শোনা গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি! কারণ কোনো নিষিদ্ধ অ্যাপ্লিকেশন তথ্য প্রযুক্তি মন্ত্রকের অনুমোদন ছাড়া পুনরায় উপলব্ধ হতে পারেনা।

তাই গুগলের সাথে গাঁটছড়া বাঁধলেও আগামী দিনে পাবজি মোবাইল সরকারি শীলমোহর পাবে কিনা, তা জানার জন্য আমাদের আরও আপডেটের জন্য অপেক্ষা করতে হবে!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন