২০৩০ সাল পর্যন্ত Samsung এর সাথে চুক্তি করল Qualcomm, প্রসেসর সহ জোগান দেবে বিভিন্ন উপাদান

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি সংস্থা কোয়ালকম ইনকর্পোরেটেড (Qualcomm Incorporated) ঘোষণা করে জানিয়েছে যে, Samsung Galaxy ডিভাইসগুলির জন্য অত্যাধুনিক, প্রিমিয়াম ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের লক্ষ্যে তারা দক্ষিণ…

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি সংস্থা কোয়ালকম ইনকর্পোরেটেড (Qualcomm Incorporated) ঘোষণা করে জানিয়েছে যে, Samsung Galaxy ডিভাইসগুলির জন্য অত্যাধুনিক, প্রিমিয়াম ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের লক্ষ্যে তারা দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics) সাথে তাদের যৌথ উদ্যোগ চুক্তি সম্প্রসারিত করেছে। প্রসঙ্গত, ২০১৮ সালে কোয়ালকম টেকনোলজিস এবং স্যামসাং ইলেকট্রনিক্সের মধ্যে বিভিন্ন প্রযুক্তি এবং ডিভাইসের জন্য মাল্টি-ইয়ার স্ট্র্যাটেজিক রিলেশনশিপ চুক্তি ঘোষিত হয়।

Qualcomm ও Samsung-এর পার্টনারশিপের মেয়াদ বৃদ্ধি হল

গত বুধবার (২৮ জুলাই) কোয়ালকমের প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ক্রিস্টিয়ানো আমন কোম্পানির দ্বিতীয়-ত্রৈমাসিক সম্মেলনে, স্যামসাং ইলেকট্রনিক্সের সাথে সম্প্রতি ঘোষিত চুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, দুটি সংস্থা ৩জি, ৪জি, ৫জি এবং আসন্ন ৬জি মোবাইল প্রযুক্তির জন্য ২০৩০ সালের শেষ পর্যন্ত তাদের পেটেন্ট লাইসেন্স ব্যবস্থা প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, ক্রিস্টিয়ানো আমন দাবি করেছেন যে, চুক্তিটি হাই-এন্ড অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্ল্যাটফর্মকে বৈধতা দেবে এবং তিনি ভলিউমের ওপর ভিত্তি করে শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক হিসাবে স্যামসাংয়ের নাম উল্লেখ করেছেন। এই পার্টনারশিপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এক্সটেন্ডেড রিয়েলিটির সাথে কোয়ালকম চিপ, পিসি, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইস।

প্রসঙ্গত, এই পার্টনারশিপ Qualcomm ও Samsung Electronics কৃতিত্বের ট্র্যাক রেকর্ড এবং তাদের প্রযুক্তিগত নেতৃত্বকে প্রসারিত করার ও সারা বিশ্বে সেরা ডিভাইসের অভিজ্ঞতা প্রদানের জন্য তাদের অবদানকে তুলে ধরে। দুই সংস্থার মধ্যে এই দীর্ঘায়িত এবং সম্প্রসারিত সম্পর্কের প্রত্যক্ষ ফলস্বরূপ Samsung গ্লোবাল মার্কেটে তাদের Galaxy S23 সিরিজে নতুন Snapdragon চিপসেট ব্যবহার করবে।

জানিয়ে রাখি, বাজারের ওপর নির্ভর করে গ্যালাক্সি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিতে দীর্ঘদিন ধরেই দুটি প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাজারের জন্য স্যামসাং সাধারণত স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করে। আর অন্যান্য বেশিরভাগ দেশে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস (Exynos) প্রসেসর দ্বারা চালিত ফোনগুলি লঞ্চ হয়ে থাকে। তবে এবার Samsung Galaxy S23 সিরিজ কেবল স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টে আসবে বলে খবর যদিও জানা গেছে, স্যামসাং সম্পূর্ণরূপে তাদের নিজস্ব চিপ বর্জন করছে না, যা সংস্থার এক্সিনস ফ্ল্যাগশিপ চিপসেটের নির্মাণ বন্ধ করে দেওয়ার গুজবগুলিকে খন্ডন করেছে।

উল্লেখ্য, পার্টনারশিপের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, কোয়ালকম ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট এবং সিইও ক্রিস্টিয়ানো আমন জানান, দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রতি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক প্রতিশ্রুতিরই প্রমাণ হল এই লাইসেন্সিং চুক্তির সম্প্রসারণ। দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থা দুটি এই ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার জন্য একসঙ্গে কাজ করেছে। গোটা বিশ্বে স্যামসাংয়ের প্রিমিয়াম ডিভাইসগুলিতে স্ন্যাপড্রাগন প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্ভাবনী প্রযুক্তি এবং পণ্য বিকাশের জন্য এই স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চালিয়ে যেতে পেরে তারা সন্তুষ্ট। আবার, কোলাবরেশনের বিষয়ে কথা বলতে গিয়ে, স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স বিজনেসের প্রেসিডেন্ট এবং হেড, ডক্টর টিএম রোহ বলেন, কোয়ালকমের উদ্ভাবনী প্রযুক্তি মোবাইল শিল্পের অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্যামসাং এবং কোয়ালকমের মধ্যে এই কোলাবরেশন বহু বছর ধরে চলবে এবং এই চুক্তিগুলি সংস্থার ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী স্ট্র্যাটিজিক পার্টনারশিপকে প্রতিফলিত করবে। স্যামসাং ভবিষ্যতের গ্যালাক্সি ডিভাইসের জন্য মোবাইল ইন্ডাস্ট্রি এবং ইউজার এক্সপেরিয়েন্সকে এগিয়ে নিয়ে যেতে কোয়ালকমের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন