Xiaomi 13 চলতি বছরের শেষে Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ আসছে

মার্কিন সেমিকন্ডাক্টর চিপসেট নির্মাণকারী সংস্থা কোয়ালকম (Qualcomm) তাদের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 প্রসেসরের...
Ananya Sarkar 13 Jun 2022 1:05 PM IST

মার্কিন সেমিকন্ডাক্টর চিপসেট নির্মাণকারী সংস্থা কোয়ালকম (Qualcomm) তাদের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 প্রসেসরের আপগ্রেডেড সংস্করণ হিসেবে নতুন Snapdragon 8+ Gen 1 মোবাইল প্ল্যাটফর্মটি সম্প্রতি বাজারে লঞ্চ করেছে। এটির উন্মোচনের সাথে সাথেই বিভিন্ন স্মার্টফোন সংস্থাগুলি তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে এই নতুন চিপসেটটি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। তবে এখন এক জনপ্রিয় টিপস্টার 8 Gen 1-এর আসল উত্তরসূরি অর্থাৎ Snapdragon 8 Gen 2 চিপসেটটির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এছাড়াও তিনি দাবি করেছেন যে, আপকামিং Xiaomi 13-এ কোয়ালকমের এই পরবর্তী প্রজন্মের প্রসেসরটি ব্যবহার করা হবে।

Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরে থাকবে অভিনব ক্লাস্টার কনফিগারেশন

টিপস্টার অভিষেক যাদব তার একটি সাম্প্রতিক টুইটে অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। যেমন তিনি জানিয়েছেন যে, পরবর্তী প্রজন্মের এই ফ্ল্যাগশিপ অক্টা-কোর চিপসেটে একটি অনন্য ক্লাস্টার কনফিগারেশন থাকবে। যদিও বিদ্যমান ৮ জেন ১ চিপে ১ + ৩ + ৪ কোর ক্লাস্টার রয়েছে, তবে নতুন ৮ জেন ২ প্রসেসরে একটি ১ + ২ + ২ + ৩ কনফিগারেশনটি দেখা যাবে।

https://twitter.com/yabhishekhd/status/1534879883582509056

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এ একটি মাকালু (Makalu) জেনারেশন কোর, আরেকটি ক্লাস্টারে আরও দুটি মাকালু (Makalu) জেনারেশন কোর, দুটি ম্যাটারহর্ন (Matterhorn) কোর এবং তিনটি ক্লেইন আর১ (Klein R1) কোর থাকবে বলে জানা গেছে। টিপস্টার এছাড়াও দাবি করেছেন যে, দুটি স্মার্টফোন সর্বপ্রথম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ বাজারে আসবে এবং এই ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি হবে শাওমি ১৩৷

এদিকে সম্প্রতি চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, নতুন Qualcomm Snapdragon 8 Gen 2 চিপের সাথে উন্নত গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৪০ (Adreno 740) জিপিইউ যুক্ত থাকবে এবং এটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ডেভলপ করা ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত হবে। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে এই প্রসেসরটি সম্পর্কে কোনও কিছুই জানানো হয়নি, তাই এই তথ্যগুলি আদতে বাস্তবায়িত হয় কিনা, তা দেখার জন্য আপাতত অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story
Share it