সর্বশক্তিমান প্রসেসর উদ্ভাবনের মাধ্যমে কীর্তি গড়তে পারে Qualcomm, স্পিডে Apple-কেও টেক্কা

মোবাইল প্রসেসরর বাজারে, অ্যাপল (Apple)-এর তৈরি Bionic চিপগুলি সর্বদাই শীর্ষস্থান দখল করে থাকে। যখনই সবচেয়ে শক্তিশালী...
Ananya Sarkar 2 Jan 2023 1:56 PM IST

মোবাইল প্রসেসরর বাজারে, অ্যাপল (Apple)-এর তৈরি Bionic চিপগুলি সর্বদাই শীর্ষস্থান দখল করে থাকে। যখনই সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স সহ প্রসেসরের কথা ওঠে, তখন অধিকাংশই এক বাক্যে Bionic চিপসেটগুলির নামই নেন। এমনকি iPhone 13-এ উপলব্ধ A15 Bionic প্রসেসরটি তার অ্যান্ড্রয়েড সমকক্ষ চিপগুলির তুলনায় অনেক ভালো পারফরম্যান্স অফার করেছে। এছাড়াও, A15-এর থেকে সামান্য আপগ্রেড যুক্ত লেটেস্ট Bionic A16 চিপসেটটি Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8+ Gen 1 প্রসেসরটিকে পারফরম্যান্সের পরীক্ষায় হার মানিয়েছে। যদিও লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর টেস্টে অ্যাপলের Bionic A16-কে পিছনে ফেলেছে Snapdragon 8 Gen 2। তবে, Xiaomi 13-এ ব্যবহৃত এই কোয়ালকম প্রসেসরটির কর্মক্ষমতা পূর্বসূরি Snapdragon 8 Gen 1 বা 8+ Gen 1-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Snapdragon 8 Gen 2 পারফরম্যান্সের দৌড়ে পিছনে ফেলতে পারে Apple-এর পরবর্তী A17 Bionic চিপকে

গোল্ডেনরিভিউয়ার দ্বারা পরিচালিত পরীক্ষা অনুসারে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর সামগ্রিক কর্মক্ষমতা ১০% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর মূল চলমান গতি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর সমতুল্য। সুতরাং, এর ব্যাটারি লাইফ এবং তাপ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। পর্যালোচনাকারী প্রকাশ করেছেন যে, গত ডিসেম্বরে লঞ্চ হওয়া শাওমি ১৩ হ্যান্ডসেটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি উচ্চতর সিপিইউ দক্ষতার সাথে এসেছে। ‌সামগ্রিক পারফরম্যান্সে ১০% বৃদ্ধি সত্ত্বেও, প্রাইম কোরের কার্যকারিতা ৮ প্লাস জেন ১-এর সমতুল্য বলে মনে হচ্ছে। কোরের পরিপ্রেক্ষিতে, পূর্ববর্তী এ৭১০ কোরের তুলনায় এ৭১৫-এ সামান্য উন্নতি পরিলক্ষিত হয়।

অন্যদিকে, আগামী বছর লঞ্চ হতে চলা অ্যাপলের এ১৭ বায়োনিক প্রসেসরটি প্রসেসিং পারফরম্যান্সের চেয়ে ব্যাটারি লাইফের উন্নতির দিকে বেশি ফোকাস করবে। এটি হবে মূলত ৫ ন্যানোমিটার থেকে ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় আপগ্রেড করার কারণে, যা প্রায় ৩৫% শক্তি খরচ কমাতে সক্ষম হবে। তাই বিশেষজ্ঞদের মত, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল অবশেশ্রে অ্যাপল এ১৭ বায়োনিক চিপকে পরাজিত করতে পারে।

এদিকে অ্যাপল প্রাথমিকভাবে তাদের লেটেস্ট A16 Bionic চিপে রে ট্রেসিং-এর মতো ফিচার যুক্ত করার কথা বিবেচনা করেছিল, কিন্তু ব্রেন ড্রেনের কারণে, এই প্রসেসরটি কিছু সাধারণ আপগ্রেডের সাথে বাজারে আসে। বর্তমানে, Snapdragon 8 Gen 2 এবং Apple A16 চিপের মধ্যে কর্মক্ষমতার তুলনাটি প্রকাশ করা হয়েছে। থ্রিডিমার্ক স্ট্রেস টেস্টে, Snapdragon 8 Gen 2-এর রানিং স্কোর Apple A16-এর থেকে ১.৪ গুণ। ৩ডিমার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিম-এ পরীক্ষার ফলাফল দেখায় যে Snapdragon 8+ Gen 1, Gen 2 এবং A16 Bionic স্কোর করেছে যথাক্রমে ২,৭৯২, ৩,৩৩৯ এবং ৩,৭০১ পয়েন্ট।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms