সম্পূর্ণ বিনামূল্যে রেলস্টেশনে মিলবে না Wi-Fi? এই বিশেষ পরিষেবার জন্য চার্জ নেবে Railtel

ভারতীয় রেলওয়ের টেলিকম পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রেলটেল (Railtel) -এর ভূমিকা অনস্বীকার্য। এই সংস্থার হাত ধরেই এবার দেশের প্রায় চার হাজার রেলস্টেশনে শুরু হতে চলেছে…

ভারতীয় রেলওয়ের টেলিকম পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রেলটেল (Railtel) -এর ভূমিকা অনস্বীকার্য। এই সংস্থার হাত ধরেই এবার দেশের প্রায় চার হাজার রেলস্টেশনে শুরু হতে চলেছে প্রিপেড ওয়াইফাই (Wi-Fi) পরিষেবা। এর ফলে বড় রেলস্টেশন গুলি এখন থেকে নামমাত্র খরচে যাত্রীদের দ্রুত গতি সম্পন্ন ডেটা সরবরাহ করবে। উল্লেখ্য, ইতিমধ্যেই রেলটেল ভারতের ৫,৯৫০টি স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিয়ে থাকে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে খুব সহজেই অসংখ্য যাত্রী নিত্য এই পরিষেবা ব্যবহার করেন।

তবে বিনামূল্যে ডেটা দিলেও, তার জন্য বরাদ্দ সময়ের নির্দিষ্ট সীমা রয়েছে। একজন স্মার্টফোন ব্যবহারকারী সাধারণত প্রতিদিন ৩০ মিনিট রেলটেলের এই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারেন। এটি আমাদের ১ মেগাবাইট/সেকেন্ড গতিসম্পন্ন ডেটা প্রদান করে, বিনা অর্থে যা মোটেও মন্দ নয়!

তবে এবার থেকে Railtel সকলকে আরো উচ্চগতিসম্পন্ন ডেটা ব্যবহারের সুযোগ এনে দিচ্ছে। এজন্য যাত্রীকে তাদের অল্প দামের প্রিপেড ওয়াইফাই প্ল্যান বেছে নিতে হবে যা সর্বোচ্চ ৩৪ মেগাবাইট/সেকেন্ড গতিসম্পন্ন ডেটা সরবরাহ করবে।

মাত্র ১০ টাকা থেকেই রেলটেল তাদের প্রিপেড ওয়াইফাই প্ল্যানগুলি অফার করছে। ১০ টাকার বিনিময় গ্রাহক একদিনে ৫জিবি ডেটা খরচ করতে পারবেন। ঠিক এভাবেই ১৫ টাকায় একদিনের ভ্যালিডিটি সহ ১০ জিবি ডেটা, ২০ টাকায় ৫ দিনের ভ্যালিডিটি সহ ১০ জিবি ডেটা, ৩০ টাকায় ৫ দিনের ভ্যালিডিটি সহ ২০ জিবি ডেটা পাওয়া যাবে। ৪০ ও ৫০ টাকার বিনিময়ে ১০ দিনের ভ্যালিডিটির সঙ্গে যথাক্রমে ২০ ও ৩০ জিবি ডেটা ব্যবহারের স্বাধীনতা মিলবে। এছাড়া ৭০ টাকার প্ল্যানটি গ্রাহকদের ৩০ দিনের ভ্যালিডিটি সহ ৬০ জিবি ডেটা সরবরাহ করবে বলে জানা গিয়েছে।

Railtel এর সিএমডি পুনীত চাওলা বলেছেন যে এর আগেই তারা উত্তরপ্রদেশের ২০টি স্টেশনে পরীক্ষামূলকভাবে প্রিপেড ওয়াইফাই পরিষেবাটি চালু করেছেন। এবার খুব তাড়াতাড়ি তারা দেশের সর্বত্র (৪০০০ স্টেশন) এই পরিষেবাটি চালু করে নয়া নজির স্থাপন করতে চলেছেন বলে তার দাবী।

আগেই বলেছি যে, সবরকমের গ্রাহকের কথা মাথায় রেখেই রেলটেল তাদের প্রিপেড ওয়াইফাই প্ল্যানগুলির দাম নির্ধারণ করেছে। এক্ষেত্রে গ্রাহক একাধিক বিকল্প যেমন, নেট ব্যাঙ্কিং, ই-ওয়ালেট, ক্রেডিট কার্ড প্রভৃতি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন