ক্রমশ টলছে RBI-এর মন! Paytm পরিষেবা চালু থাকা নিয়ে জারি নয়া বিজ্ঞপ্তি, দেখে স্বস্তি পাবেন ইউজাররা

Paytm Payments Bank ban: যে সময় থেকে ভারতে অনলাইন পেমেন্ট পরিষেবা কার্যকর হয়, বলতে গেলে সেই আদি থেকেই বহু মানুষের ভরসার...
Anwesha Nandi 24 Feb 2024 11:35 AM IST

Paytm Payments Bank ban: যে সময় থেকে ভারতে অনলাইন পেমেন্ট পরিষেবা কার্যকর হয়, বলতে গেলে সেই আদি থেকেই বহু মানুষের ভরসার জায়গা Paytm। এমনকি, করোনা অতিমারীর পর থেকে আর্থিক লেনদেনের বদলে সবকিছুতে UPI পেমেন্টের চল হওয়ায় PhonePe, Google Pay-এর মতো অ্যাপগুলি বহুল ব্যবহৃত হলেও, Paytm-এর জনপ্রিয়তা কমেনি। কিন্তু সেই জনপ্রিয়তা বা ভরসায় দোলাচল সৃষ্টি হয়েছে এই বছরের গোড়াতেই – নিয়ম ভঙ্গের অভিযোগে, Paytm Payments Bank নামক পরিচিত ব্যাঙ্কিং প্রতিষ্ঠানটির ওপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে Paytm-এর UPI অ্যাপের ব্যবহার (পড়ুন ভবিষ্যৎ) নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এই অবস্থায় দাঁড়িয়ে Paytm এবং তার ইউজারবেস, উভয়কেই এবার খানিক আশার আলো দেখালো RBI। অতিসম্প্রতি সরকারি দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক তথা ব্যাঙ্কিং রেগুলেটরি বডি, দেশের পেমেন্ট কর্পোরেশন তথা NPCI-কে Paytm-এর UPI পরিষেবার চালু রাখার সুবিধা প্রদানের পরামর্শ দিয়েছে। যদিও, বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখতেও বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই Paytm Payments Bank-এর সার্ভিস বন্ধের ডেডলাইন ২৯শে ফেব্রুয়ারির বদলে ১৫ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক।

RBI-এর সুপারিশ! তবে কি আগের মতোই চালু থাকবে Paytm?

আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, ১৫ই ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটি। কোনো ইউজারের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনো টাকা জমা নেওয়া বা ক্রেডিটে লেনদেনও করা যাবেনা। স্বাভাবিকভাবেই এতে পেটিএম ইউপিআই অ্যাপেও সমূহ অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে বিষয়টির কথা ভেবে রিজার্ভ ব্যাঙ্কের সুর আরও খানিকটা নরম হয়েছে – প্রতিষ্ঠানটি তাদের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ‘@paytm’ হ্যান্ডেলের মাধ্যমে যাতে নির্বিঘ্নে টাকা ট্রান্সফার করা যায় বা থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার হিসেবে কাজ করা যায়, সেই বিষয়টি খতিয়ে দেখতে বলেছে।

https://twitter.com/RBI/status/1760977572794675512

এছাড়া যাঁরা পেটিএমের কিউআর (QR) কোড ব্যবহার করছেন, তাঁদেরও যেন বিকল্প অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয় – সেই বিষয়ে পরামর্শ দিয়েছে আরবিআই। মূলত পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মালিক ওয়ান৯৭ (One97) কমিউনিকেশন লিমিটেড (OCL)-এর অনুরোধেই এই নতুন মতামত বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টীকরণও দিয়েছে তারা।

জানিয়ে রাখি, চলতি মাসের শুরুতে পেটিএমের মুখপাত্র বিজয় শেখর শর্মা জানান যে তাদের কোম্পানি অন্য ব্যাঙ্কের সঙ্গে কাজ করছে এবং রিজার্ভ ব্যাঙ্কের সাথে আলোচনা করছে, যাতে কোনো ঝামেলা ছাড়াই অ্যাপে আগের মতোই ইউপিআই পরিষেবা দেওয়া যায়। এছাড়া কোনো কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবেনা বলেও তিনি আশ্বাস দিয়েছিলেন।

Show Full Article
Next Story