বসন্ত আসতেই RBI-এর সুর নরম! Paytm Payments Bank বন্ধের সময়সীমা বাড়ল 15 মার্চ অবধি

Paytm Payments Bank Ban: বিগত কয়েক সপ্তাহ ধরে Paytm-এর নাম বারবার সংবাদের শিরোনামে উঠে আসছে, আর তার কারণ এই আর্থিক...
Anwesha Nandi 17 Feb 2024 12:41 AM IST

Paytm Payments Bank Ban: বিগত কয়েক সপ্তাহ ধরে Paytm-এর নাম বারবার সংবাদের শিরোনামে উঠে আসছে, আর তার কারণ এই আর্থিক প্রতিষ্ঠান পরিচালিত Paytm Payments Bank নামক বেসরকারি ব্যাঙ্কিং প্ল্যাটফর্মটি। নিয়ম ভঙ্গের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI, বহুল ব্যবহৃত Paytm Payments Bank-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলত এর কাস্টমাররা সম্ভাব্য ঝামেলা এড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে গত দু সপ্তাহেরও বেশি সময় (পড়ুন ১৭ দিন) ধরে যে টানাপোড়েন চলছিল, তা থেকে এবার Paytm Payments Bank এবং তার কাস্টমারবেস উভয়েই সাময়িক স্বস্তি পেতে চলেছে। না, এই তথাকথিত ব্যাঙ্কের নিষেধাজ্ঞা নিয়ে RBI-এর মন টলেনি, তবে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক তথা ব্যাঙ্কিং রেগুলেটরি বডিটি Paytm Payments Bank-এর ডিপোজিট ও ট্রানজাকশন সংক্রান্ত কাজকর্ম সারার জন্য সময়সীমা ২৯শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে।

ঠিক কী বলেছে RBI?

এর আগে নিষেধাজ্ঞা জারি করার সময়, এই মাসের শেষ মানে ২৯শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হওয়ার কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে লেটেস্ট সার্কুলারে ব্যাঙ্কিং প্রতিষ্ঠানটি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে ডিপোজিট এবং ট্রানজাকশন সেরে ফেলার ডেডলাইন ধার্য করেছে ১৫ই মার্চ, ২০২৪ দিনটিকে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ৩৫এ ধারায় জনসাধারণের বিকল্প ব্যবস্থার স্বার্থে আরবিআই তাদের গত ৩১শে জানুয়ারিতে জারি করা নির্দেশে আংশিক পরিবর্তন করেছে। এই অতিরিক্ত ১৫ দিন সময়ের মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমারদের অ্যাকাউন্টে ডিপোজিট, ক্রেডিট ট্রানজাকশন এবং টপ-আপ বন্ধসহ যাবতীয় কাজ সেরে ফেলতে হবে।

এছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট করেছে যে, আগামী ১৫ই মার্চ তারিখের পর থেকে কোনো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমারই আর লেনদেন, প্রিপেইড ইন্সট্রুমেন্ট, ওয়ালেট, ফাস্ট্যাগ (FASTag), ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদি সুবিধা ব্যবহার করতে পারবেননা। এছাড়া কোনো ধরণের ডিপোজিট বা ক্রেডিট করা যাবেনা। মিলবে না টপ-আপের অনুমতিও।

এখন কী করণীয়?

এই মুহূর্তে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড ইন্সট্রুমেন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল জেনারেল মোবিলিটি কার্ড ইত্যাদির কাস্টমাররা তাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপলব্ধ বর্তমান ব্যালেন্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই তুলতে বা ব্যবহার করতে পারবেন। আর এক্ষেত্রে সময় বাড়লেও, যতো তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ফেলতে হবে…

Show Full Article
Next Story