একশো ছাড়িয়ে এবার দু'শো, Realme 11 Pro সিরিজে 200MP ক্যামেরার খবর নিয়ে হৈচে
রিয়েলমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Realme 11 Pro সিরিজের স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।...রিয়েলমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Realme 11 Pro সিরিজের স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যেই এবার, দুটি নতুন রিয়েলমি হ্যান্ডসেটকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। ডেটাবেসে ফোনগুলির পরিচিতি হিসেবে মডেল নম্বর উল্লেখ থাকলেও, অফিশিয়াল নাম এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে ফোন দু'টি Realme 11 Pro এবং Realme 11 Pro+ নামে লঞ্চ করবে। প্রাথমিকভাবে, টেনা তালিকায় শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেলের ছবিটি প্রদর্শন করা হয়। তবে এখন, উভয় স্মার্টফোনের সমস্ত প্রধান বৈশিষ্ট্যের সাথে তালিকাটি আপডেট করা হয়েছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
Realme 11 Pro এবং Realme 11 Pro+ পেল টেনা-এর অনুমোদন
RMX3770 এবং RMX3740 মডেল নম্বর সহ দুটি নতুন রিয়েলমি ফোন চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে আবির্ভূত হয়েছে। আশা করা হচ্ছে, এই ডিভাইসগুলি চীনা বাজারে যথাক্রমে রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস হিসাবে আত্মপ্রকাশ করবে। সার্টিফিকেশন তালিকাটিতে প্রো মডেলটির ছবির পাশাপশি, উভয় হ্যান্ডসেটের মূল বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করা হয়েছে।
Realme 11 Pro (RMX3770)-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন
রিয়েলমি ১১ প্রো-তে ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। এতে একটি অজানা ২.৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। চিপসেটটির সাথে ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি / ১৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েল ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে।
Realme 11 Pro-তে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro মডেলটি ৪,৭৮০ এমএএইচ (রেট ভ্যালু) ব্যাটারির সাথে সাথে আসবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৬১.৬ x ৭৩.৯ x ৮.২ মিলিমিটার এবং ওজন ১৮৫ গ্রাম।
Realme 11 Pro+ (RMX3740)-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন
Realme 11 Pro+ মডেলে 'Pro' ভ্যারিয়েন্টের মতোই ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। তবে এই স্ক্রিনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। এই ফোনের প্রসেসরটিও একই হবে, যার সাথে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro+-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme 11 Pro+ ২,৩৪০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে, তবে ডিভাইসটির মোট ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।
Realme 11 Pro+ এর ওজন হবে ১৮৩ গ্রাম এবং স্ট্যান্ডার্ড মডেলের মতোই এর পরিমাপ ১৬১.৬ x ৭৩.৯ x ৮.২ মিলিমিটার। যেহেতু ইতিমধ্যেই TENAA দ্বারা প্রত্যয়িত হয়েছে, তাই আশা করা হচ্ছে Realme 11 Pro এবং 11 Pro+ চীনে চলতি মাসেই আত্মপ্রকাশ করবে।