আকর্ষণীয় ডিজাইন সঙ্গে দুর্ধর্ষ AI ক্যামেরা, Realme 13 Pro সিরিজ ভারতে লঞ্চ হবে এই তারিখে

বেশ কিছুদিন ধরেই রিয়েলমি ভারতের বাজারে তাদের নম্বর সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছিল। এখন...
Ananya Sarkar 15 July 2024 4:34 PM IST

বেশ কিছুদিন ধরেই রিয়েলমি ভারতের বাজারে তাদের নম্বর সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছিল। এখন অবশেষে কোম্পানির তরফে রিয়েলমি ১৩ প্রো সিরিজের লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেল সমন্বিত সিরিজটি চলতি মাসের শেষের দিকে লঞ্চ বাজারে পা রাখবে। কোম্পানিটি বর্তমানে রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনের প্রোমোশনাল টিজারও শেয়ার করছে, যা ডিভাইসগুলির বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সামনে এনেছে।

সামনে এল ভারতে রিয়েলমি ১৩ প্রো সিরিজের লঞ্চের তারিখ

রিয়েলমি ১৩ প্রো সিরিজের ভারত লঞ্চ ইভেন্ট ৩০ জুলাই দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। রিয়েলমি সম্ভবত একটি অফলাইন লঞ্চ ইভেন্টের আয়োজন করবে, যা কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে। লঞ্চের তারিখ যত কাছাকাছি আসবে কোম্পানি ততই ফোনগুলির সম্পর্কে আরও বিশদ তথ্য শেয়ার করবে বলে আশা করা যায়।

রিয়েলমি ১৩ প্রো সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

কোম্পানির শেয়ার করা একটি সাম্প্রতিক টিজার মনেট গোল্ড কালার শেডে রিয়েলমি ১৩ প্রো ফোনটিকে প্রদর্শন করা হয়েছিল। তবে রিয়েলমি ১৩ প্রো সিরিজ আরও দুটি কালার অপশনে পাওয়া যাবে, এগুলি হল মনেট পার্পল এবং এমারেল্ড গ্রীন।

যদিও মনেট পার্পল এবং মনেট গোল্ড শেডগুলিতে একটি গ্লাস ব্যাক থাকবে, তবে এমারেল্ড গ্রিনের রিয়ার প্যানেলে একটি ভেগান লেদার ফিনিশ দেখা যাবে৷ এছাড়াও, টিজারটি একটি পরিচিত বৃত্তাকার ক্যামেরা মডিউলও প্রদর্শন করেছে, যা সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া রিয়েলমি ডিভাইসগুলিতে দেখা গেছে।

রিয়েলমি ১৩ প্রো সিরিজের ক্যামেরা আইল্যান্ডে দুটি সেন্সর থাকবে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৭০১ প্রাইমারি ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা৷ তাছাড়া, ডিভাইসটি হাইপারইমেজ+ এআই প্রযুক্তি সাপোর্ট করবে।

রিয়েলমি ১৩ প্রো লাইনআপটি সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত কার্ভড ডিসপ্লের সাথে আসবে। রিয়েলমি ১৩ প্রো সিরিজের অন্যান্য হার্ডওয়্যার স্পেসিফিকেশন এবং মূল্যের বিশদ এখনও জানা যায়নি। তবে আগামী দিনে লাইনআপটি সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, রিয়েলমি ১৩ প্রো ফোনটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট, ১২ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে সম্প্রতি দেখা গেছে। রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেলেও একই চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় ফোনের দাম ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে, তবে আগামী ৩০ জুলাই এর সঠিক দাম জানা যাবে।

Show Full Article
Next Story