Realme 13 Pro স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, জেনে নিন বিস্তারিত

আগামীকাল ভারতীয় বাজারে পা রাখতে চলেছে রিয়েলমির একাধিক নতুন প্রোডাক্ট। এর মধ্যে অন্যতম হল রিয়েলমি ১৩ প্রো সিরিজের স্মার্টফোনগুলি। লঞ্চের আগেই এই লাইনআপের হ্যান্ডসেটগুলি সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে।

SUMAN 30 July 2024 12:22 PM IST

রিয়েলমি আসন্ন রিয়েলমি ১৩ প্রো সিরিজের স্মার্টফোন, রিয়েলমি ওয়াচ এস২ স্মার্টওয়াচ এবং রিয়েলমি বাডস টি৩১০ ইয়ারফোনটি আগামীকাল, ৩০ জুলাই, দুপুর ১২টায় উন্মোচন করতে চলেছে। আসন্ন লঞ্চ ইভেন্টটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে সরাসরি সম্প্রচার করা হবে। লঞ্চের আগে আসুন আপকামিং রিয়েলমি ১৩ প্রো সিরিজের ফোনগুলি সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, দেখে নেওয়া যাক।

রিয়েলমি ১৩ প্রো সিরিজ আগামীকালই আসছে বাজারে

রিয়েলমি ১৩ প্রো ৫জি হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরটি থাকবে বলে জানা গেছে। এতে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সহ বিশাল ৫২০০ ব্যাটারি এবং একটি ৩ডি ভিসি কুলিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলি তিনটি কালারে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে - মনেট গোল্ড, মনেট পার্পল এবং এমারেল্ড গ্রিন।

একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, রিয়েলমি ১৩ প্রো ৫জি হ্যান্ডসেটের ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৩১,৯৯৯ টাকা। এছাড়া, ছোট র‍্যাম এবং স্টোরেজ বিকল্পগুলির সাথে অন্যান্য কনফিগারেশনের মূল্য সেই অনুযায়ী হবে বলে আশা করা হচ্ছে।

রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে, যদিও রিয়েলমি আনুষ্ঠানিকভাবে কোনও ডিসপ্লের বিবরণ প্রকাশ করেনি।

উভয় মডেলই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। স্মার্টফোনগুলি বিভিন্ন কনফিগারেশনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যেমন - ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ডিভাইসগুলি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেলে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৭০১ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে, যা রিয়েলমি এআই ও আর্চিম প্লাস ফটোগ্রাফির সাথে আসবে। রিয়েলমি ১৩ প্রো ফোনে একই রকম প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা কনফিগারেশন থাকবে বলে আশা করা হচ্ছে, তবে এতে টেলিফটো বা পেরিস্কোপ লেন্স অনুপস্থিত থাকতে পারে। দুটি ফোনই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

Show Full Article
Next Story