জল্পনায় ইতি ঘটিয়ে Realme 13 Pro+ এর প্রথম ছবি ফাঁস হল, ডিজাইন কেমন লাগল আপনাদের
রিয়েলমি তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে এখন রিয়েলমি ১৩...রিয়েলমি তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে এখন রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেলটিকে টেনা সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। টেনা লিস্টিংটি বিস্তারিত ছবির মাধ্যমে ডিভাইসটির ডিজাইনও প্রকাশ করেছে। ইতিমধ্যেই জানা গেছে যে রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে একটি বৃত্তাকার ক্যামেরা অ্যারে থাকতে পারে, আর এবার টেনা সার্টিফিকেশনটি আসলে এটি নিশ্চিত করেছে।
রিয়েলমি ১৩ প্রো প্লাস পেল টেনা সার্টিফিকেশন
রিয়েলমি ১৩ প্রো প্লাস আরএমএক্স৩৯২০ মডেল নম্বর সহ টেনা ওয়েবসাইটে হাজির হয়েছে। লিস্টিংয়ে প্রকাশিত ছবিগুলি দেখিয়েছে ফোনটির সামনে কার্ভড ওলেড ডিসপ্লে এবং পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আগেই জানা গিয়েছিল যে, রিয়েলমি ১৩ প্রো প্লাস একটি বৃত্তাকার ক্যামেরা অ্যারে সহ আসবে এবং রিয়েলমি ইতিমধ্যে রিয়েলমি ১৩ প্রো মডেলের এআই ক্যামেরা ফিচারগুলিকে টিজ করেছে।
টেনা ডেটাবেসে শেয়ার করা ছবিগুলি দেখিয়েছে যে ক্যামেরা বাম্পটি বেশ পুরু হবে। যদিও মোটা ফোনগুলি সাধারণত ক্রেতারা পছন্দ করেননা, তবে আরও আলো গ্রহণ করে ভাল ক্যামেরা পারফরম্যান্স প্রদানের জন্য বড় সেন্সরগুলি অপরিহার্য। রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে বেশ শক্তিশালী ক্যামেরা সেটআপ থাকতে পারে। সাম্প্রতিক কিছু রিপোর্ট রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনের স্পেসিফিকেশনগুলির ইঙ্গিত দিয়েছে।
পারফরম্যান্সের জন্য, রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে, এবং এটি সম্ভবত ৫,০৫০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, এতে সনি আইএমএক্স৮৮২ সেন্সর এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি টেলিফটো লেন্স থাকতে পারে।