রিয়েলমি গত সপ্তাহে ভারতে রিয়েলমি ১৩ প্রো সিরিজ ৫জি লঞ্চ করেছে। এরপর ৩১ জুলাই, রাত ১২ টা থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট-এ এবং ৩০ জুলাই মেইনলাইন চ্যানেলে লঞ্চের পর থেকে প্রি-বুকিং শুরু করেছে। ৩১ জুলাই সন্ধ্যায়, কোম্পানি ঘোষণা করে যে ৬ ঘন্টার মধ্যে সমস্ত প্ল্যাটফর্মে রিয়েলমি ১৩ প্রো সিরিজের ১০,০০০ ইউনিট প্রি-অর্ডার পেয়েছে। আর আজ, কোম্পানি ঘোষণা করেছে যে তারা সমস্ত প্ল্যাটফর্ম – অফলাইন রিটেইল চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট জুড়ে মাত্র এক সপ্তাহের মধ্যে এক লক্ষ প্রি-বুকিং পেয়েছে, নম্বর সিরিজের ইতিহাসে কোম্পানির জন্য একটি নতুন রেকর্ড তৈরি করেছে৷
রিয়েলমি ১৩ প্রো সিরিজের মূল্য এবং লভ্যতা
রিয়েলমি ১৩ প্রো সিরিজ ৫জি-এর ফার্স্ট সেল আগামী ৬ অগাস্ট রিয়েলমির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে দুপুর ১২ টায় শুরু হবে। আর অফলাইন চ্যানেলগুলি মধ্যরাতে বিক্রি শুরু করবে। আসুন রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস মডেলের সকল স্টোরেজ অপশনের দাম দেখে নেওয়া যাক।
রিয়েলমি ১৩ প্রো ৫জি –
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা (অফার মূল্য: ২৩,৯৯৯ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২৮,৯৯৯ টাকা (অফার মূল্য: ২৫,৯৯৯ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩১,৯৯৯ টাকা (অফার মূল্য: ২৮,৯৯৯ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি –
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩২,৯৯৯ টাকা (অফার মূল্য: ২৯,৯৯৯ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩৪,৯৯৯ টাকা (অফার মূল্য: ৩১,৯৯৯ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৩৬,৯৯৯ টাকা (অফার মূল্য: ৩৩,৯৯৯ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)