Realme 13 Pro Series: ক্যামেরা-ফিচার্সেই বাজিমাত, রিয়েলমি ১৩ প্রো সিরিজের রেকর্ড বুকিং
রিয়েলমি পরশুদিন ভারতে রিয়েলমি ১৩ প্রো সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো+ ৫জি নামে দুই...রিয়েলমি পরশুদিন ভারতে রিয়েলমি ১৩ প্রো সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো+ ৫জি নামে দুই দুর্দান্ত স্মার্টফোন এসেছে। গতকাল থেকে সংস্থা ফোন দু'টির অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছিল। ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাচ্ছিল। কোম্পানি এখন জানিয়েছে, সমস্ত প্ল্যাটফর্ম থেকে ৬ ঘন্টার মধ্যে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ১০ হাজার প্রি-অর্ডার এসেছে।
রিয়েলমি নম্বর সিরিজের ক্ষেত্রে এটা একটি নতুন রেকর্ড। ফ্ল্যাগশিপ ক্যামেরা ও এআই ফিচার্স এই সিরিজের ইউএসপি। একইসাথে আইসিআইসিআই, এইচডিএফসি, ও এসবিআই কার্ডে ৩,০০০ টাকা ছাড়, ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই, ১২ই আগস্টের আগে চালু করা ডিভাইসে ৩০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি — এমন সব লঞ্চ অফার রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে।
জানিয়ে রাখি, এই সিরিজে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি প্লাস ১২০ হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। দুই ফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম, ও ৫২০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। রিয়েলমি ১৩ প্রো+ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৭০১ সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ফোনটি ১২০x সুপার জুম অফার করে।
অন্যদিকে, রিয়েলমি ১৩ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সর রয়েছে। দুই মডেলেই ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। রিয়েলমি ১৩ প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ও ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা, ২৮,৯৯৯ টাকা, ও ৩১,৯৯৬ টাকা। রিয়েলমি ১৩ প্রো+ ফোনটির দাম ৩২,৯৯৯ টাকা থেকে শুরু। এটি ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য।