Realme 13 Pro: স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিয়ে প্রথম প্রোফেশনাল AI ক্যামেরার ফোন আনছে রিয়েলমি

পয়লা জুলাই শোরগোল ফেলে ভারতে রিয়েমলি ১৩ প্রো সিরিজের প্রথম টিজার প্রকাশ হল। এটি রিয়েলমি ১২ প্রো সিরিজের উত্তরসূরী হিসাবে...
Julai Modal 1 July 2024 12:59 PM IST

পয়লা জুলাই শোরগোল ফেলে ভারতে রিয়েমলি ১৩ প্রো সিরিজের প্রথম টিজার প্রকাশ হল। এটি রিয়েলমি ১২ প্রো সিরিজের উত্তরসূরী হিসাবে আসবে। আগের বারের মতো রিয়েলমি ১৩ প্রো ও ১৩ প্রো + নামে দুই মডেল আনতে পারে সংস্থা। চলুন দেখে নিই রিয়েলমি ১৩ প্রো সিরিজ সম্পর্কে কী কী তথ্য সামনে এল।

রিয়েলমি ১৩ প্রো সিরিজ হবে প্রথম প্রোফেশনাল এআই ক্যামেরা ফোন

কোম্পানির দাবি, রিয়েলমি ১৩ প্রো সিরিজ হবে প্রথম স্মার্টফোন, যা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স অফার করবে। কারণ এতে যুগান্তকারী সব এআই ফিচার্স থাকবে। তবে নীচের একটি ছবি ছাড়া সংস্থা ফোনটির সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

 Realme 13 Pro Series

রিয়েলমি ১৩ প্রো সিরিজের অফিশিয়াল টিজারে ১২ প্রো সিরিজের মতো গোল ক্যামেরাওয়ালা একটি ফোনের পিছনের অংশ দেখানো হয়েছে। ফলে স্পষ্ট আগের মডেলের তুলনায় এতে ডিজাইনে খুব বেশি পরিবর্তন থাকবে না। চলুন দেখে নিই বিভিন্ন রিপোর্ট এই সিরিজ সম্পর্কে কী কী দাবি করেছে।।

রিয়েলমি ১৩ প্রো ও রিয়েলমি ১৩ প্রো প্লাস চারটি কনফিগারেশনে আসতে পারে - ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। প্রো মডেলটি মনেট গোল্ড, মনেট পার্পেল, ও স্কাই গ্রীন এবং ও হাই-এন্ড ভ্যারিয়েন্টটি মনেট গোল্ড ও এমারাল্ড গোল্ড কালার অপশনে উপলব্ধ হবে বলে শোনা যাচ্ছে। এছাডা রিয়েলমি প্রো+ ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে।

Show Full Article
Next Story