30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Realme আনছে নতুন পাওয়ার ব্যাঙ্ক

গতবছর Realme ভারতীয় বাজারে লঞ্চ করেছিল ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়ার ব্যাঙ্ক, যার নাম Realme 30W Dart Charge 10000mAh। এবার দেড় বছর পর…

গতবছর Realme ভারতীয় বাজারে লঞ্চ করেছিল ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়ার ব্যাঙ্ক, যার নাম Realme 30W Dart Charge 10000mAh। এবার দেড় বছর পর সংস্থাটি এই পাওয়ার ব্যাঙ্কের আপগ্রেড ভার্সন অর্থাৎ উত্তরসূরী আনতে চলেছে। টিপস্টার Yash (@i_hsay) এর মতে, ভারতের BIS সার্টিফিকেশন সাইটে RTX2109 মডেল নম্বরের রিয়েলমির নতুন পাওয়ার ব্যাঙ্কটিকে দেখা গেছে। যা ইঙ্গিত দেয়, ভারতে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে নয়া এই ডিভাইস। উল্লেখ্য, এর আগে এই মডেল নম্বরকে TÜV Rheinland সার্টিফিকেশনে সাইটে দেখা গিয়েছিল। চলুন Realme-র এই নতুন পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Realme RTX2109 পাওয়ার ব্যাঙ্কের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

TÜV Rheinland সার্টিফিকেশন সাইটের তথ্য অনুযায়ী, নতুন এই পাওয়ার ব্যাঙ্কে ৩৩ ওয়াট ইনপুট এবং আউটপুট সাপোর্ট করবে। এর ব্যাটারি ১৫ ওয়াট, ২৭ ওয়াট এবং ৩০ ওয়াট পাওয়ার সরবরাহ করতে পারে। আগেই বলেছি, আসন্ন পাওয়ার ব্যাঙ্কটি রিয়েলমি ৩০ ওয়াট ডার্ট চার্জ ১০০০০ এমএএইচ এর উত্তরসূরী। তাই অনুমান করা হচ্ছে এতে থাকতে পারে ১,০০০০ এমএএইচ বা তার থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

যদিও এখনো পর্যন্ত এই পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে এর কানেক্টিভিটি অপশনে শামিল থাকতে পারে ইউএসবি টাইপ সি এবং ইউএসবি টাইপ এ পোর্ট, মাল্টিপল চার্জিংয়ের জন্য থাকতে পারে ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি), ভিওওসি, ডার্ট এবং কোয়ালকম কিউসি ( কুইক চার্জ) সাপোর্ট।

রিয়েলমির আপকামিং পাওয়ার ব্যাঙ্কের দাম এখনো পর্যন্ত জানা না গেলেও, অনুমান করা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটি একাধিক কালারের সাথে বাজারে পা রাখতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন