Realme 7 Pro ও 6 Pro ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল realme UI 2.0 এর স্টেবল আপডেট

রিয়েলমি গতবছর অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Android 11 based Realme UI 2.0) লঞ্চ করেছিল। এরপর থেকে কোম্পানিটি তাদের বিভিন্ন স্মার্টফোনের জন্য এর আর্লি অ্যাক্সেস…

রিয়েলমি গতবছর অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Android 11 based Realme UI 2.0) লঞ্চ করেছিল। এরপর থেকে কোম্পানিটি তাদের বিভিন্ন স্মার্টফোনের জন্য এর আর্লি অ্যাক্সেস রোল আউট করে। গত ডিসেম্বরে Realme 7 Pro ও Realme 6 Pro ফোন দুটি রিয়েলমি ইউআই ২.০ এর আর্লি অ্যাক্সেস পায়। এবার ফোন দুটির জন্য স্টেবল আপডেটও চলে এল।

রিয়েলমি কমিউনিটি -তে একটি পোস্ট শেয়ার করে কোম্পানি জানিয়েছে, রিয়েলমি ৭ প্রোরিয়েলমি ৬ প্রো ফোন দুটি রিয়েলমি ইউআই ২.০ এর স্টেবল আপডেট পেতে শুরু করেছে। এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন যথাক্রমে, RMX2170_11.C.20 ও RMX2061_11.C.15। নতুন আপডেটের সাথে ফোনটি মে মাসের সিকিউরিটি প্যাচও পাচ্ছে। ফলে ফোনের সিস্টেম আরও শক্তিশালী হবে।

Realme 6 Pro
Realme 6 Pro

Realme UI 2.0 এর বিশেষ কয়েকটি ফিচার

১. রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএস-এ ডিজিটাল হেলথ ফিচার উপলব্ধ। এছাড়াও এতে সেল্ফ ডেভেলপ করা স্লীপ ক্যাপসুল আছে। যেটি স্বাস্থ্য ও ঘুম ট্র্যাক করতে সাহায্য করবে।

২. এতে পাবেন ফ্লোটিং উইন্ডো, যার ফলে ভিডিও ও চ্যাট একসাথে করা যাবে।

৩. এতে ডিপ সি প্রাইভেসি প্ল্যান আছে, যেখানে ইনভিসিবলডোর, প্রাইভেট স্পেস, সিকিউরিটি শিল্ড উপলব্ধ। এগুলি আপনাকে আরও সুরক্ষা প্রদান করবে।

৪. আবার এই কাস্টম ওএস এ পাবেন সাবটাইটেল স্টিচিং বৈশিষ্ট্য, যা সিনেমা দেখার সাথে সাথে সাবটাইটেলও দেখাবে।

৫. এছাড়াও এতে আইকন কাস্টোমাইজেশন, থার্ড পার্টি লঞ্চের প্রভৃতি ফিচার বর্তমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন