১৭ সেপ্টেম্বর লঞ্চ হবে Realme 7i, সম্পূর্ণ ফিচার ফাঁস

আগামী ১৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Realme 7i । চীনা স্মার্টফোন কোম্পানিটি ওইদিন সদ্য ভারতে লঞ্চ হওয়া Realme 7 ও Realme 7 Pro এর সাথে এই…

আগামী ১৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Realme 7i । চীনা স্মার্টফোন কোম্পানিটি ওইদিন সদ্য ভারতে লঞ্চ হওয়া Realme 7 ও Realme 7 Pro এর সাথে এই ফোনটিকেও লঞ্চ করবে বলে জানিয়েছে। যদিও কোম্পানির তরফে রিয়েলমি ৭ আই ফোনের স্পেসিফিকেশন বা দাম কিছুই জানানো হয়নি। তবে Gadgetfight.id এর ইনস্টাগ্রাম পোস্ট থেকে এই ফোনের প্রায় সমস্ত তথ্য সামনে এসেছে। আসুন জেনে নিই Realme 7i ফোনের স্পেসিফিকেশন।

Realme 7i স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, রিয়েলমি ৭ আই ফোনটি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল এলসিডি প্যানেলের সাথে আসবে। এর পিক্সেল রেজুলেশন হবে ৭২০ x ১৬০০ এবং রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসরের সাথে লঞ্চ হবে, যার ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ। এতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হবে।

এই ফোনের পিছনে আয়তকার শেপে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। ফোনটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে লঞ্চ হবে।

Realme 7i launch date set on 17 september, Realme 7i snapdragon 662 soc
ছবি –Gadgetfight.id

এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি সবুজ ও নীল রঙে আসবে। যদিও এই ফোনের মূল্য কত হতে পারে তা জানা যায়নি।