Realme 8 5G-তে এল ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট, ফোনের র‌্যাম কমে গেলেও আর চিন্তা নেই

স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর জন্য, ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত একটি অংশকে র‌্যাম হিসেবে ব্যবহার করার ধারণা থেকেই জন্ম হয়েছে ভার্চুয়াল র‌্যামের। অন্যান্য কোম্পানির দেখাদেখি হালে লঞ্চ করা…

স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর জন্য, ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত একটি অংশকে র‌্যাম হিসেবে ব্যবহার করার ধারণা থেকেই জন্ম হয়েছে ভার্চুয়াল র‌্যামের। অন্যান্য কোম্পানির দেখাদেখি হালে লঞ্চ করা বিভিন্ন স্মার্টফোনে এবার র‌্যাম এক্সটেনশন (RAM Extention) সাপোর্ট বা ভার্চুয়াল র‌্যাম ফিচার দেওয়া শুরু করেছে Realme। ফিচারটি প্রথম Realme Narzo 30 5G এবং তারপর Realme X7 Max 5G ফোনে রোলআউট করা হয়েছিল। এখন Realme 8 5G ফোনেও চলে এল ভার্চুয়াল র‌্যাম বা ডাইনামিক র‌্যাম এক্সপ্যানসন (Dynamic RAM Expansion) ফিচার।

RMX3085_11.A.19 ভার্সনের নতুন ফার্মওয়্যার আপডেটে ২ জিবি র‌্যাম এক্সটেনশন সাপোর্ট দিচ্ছে রিয়েলমি। কোনও কারণে Realme 8 5G-এর র‌্যাম কমে গেল ইউজারের কাছে বিশেষ কার্যকরী হবে এই ফিচার। এ ছাড়াও, আপডেটটি বাগ ফিক্স ও পারফরম্যান্সে উন্নতি আনবে৷ এতে জুলাইয়ের সিকিউরিটি প্যাচও অর্ন্তভুক্ত করা হয়েছে।

Realme 8 5G স্পেসিফিকেশন

Realme 8 5G ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এর কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। আবার পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল মনোক্রম পোর্ট্রেট লেন্স (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪)।

অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস সহ চলে ফোনটি। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড আছে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ১৮ ওয়াট কুইক চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন