শক্তিশালী ব্যাটারি ও ফাইভজি সাপোর্ট সহ Realme 8 5G এর লঞ্চ আসন্ন

রিয়েলমি কয়েক সপ্তাহ আগে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Realme 8 এবং Realme 8 Pro। এই দুটি ফোন 4G কানেক্টিভিটির সাথে এসেছে। যদিও রিয়েলমি ইন্ডিয়ার সিইও…

রিয়েলমি কয়েক সপ্তাহ আগে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Realme 8 এবং Realme 8 Pro। এই দুটি ফোন 4G কানেক্টিভিটির সাথে এসেছে। যদিও রিয়েলমি ইন্ডিয়ার সিইও নিশ্চিত করেছেন এই সিরিজের আরও দুটি ফোন শীঘ্রই আসবে, যার মধ্যে একটি তে 5G কানেক্টিভিটি থাকবে। এই দুই ফোনের নাম হবে Realme 8 5G, Realme 8i। এরমধ্যে প্রথম ফোনটি আমেরিকার FCC সার্টিফিকেশন পেল। জানা গেছে রিয়েলমি ৮ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

Realme 8 5G কে FCC সার্টিফিকেশন সাইটে RMX3241 মডেল নম্বর সহ দেখা যায়। এই একই মডেল নম্বর সহ ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছিল। যাইহোক আমেরিকার সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে রিয়েলমি ৮ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএস-এ চলবে। আবার এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও ফোনটির ওজন হবে ১৮৫ গ্রাম। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Realme 8 5G এর আকৃতি হবে ১৬২.৫ x ৭৪.৮ x ৮.৫ মিমি। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে ২.৪ গিগাহার্টজ ওয়াই-ফাই ৮০২.১১ বি / জি / এন / এসি, জিপিএস, এনএফসি, এবং ৫জি সাপোর্ট। যদিও এছাড়া ফোনটির ডিসপ্লে, প্রসেসর সহ অন্যান্য তথ্য এখনও অজানা। তবে আমরা আশা করতে পারি, শীঘ্রই ফোনটি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।

Realme 8 এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৮ ৪জি এর কথা বললে, এই ফোনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর,  ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ও ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন