Realme 8 5G: সবচেয়ে সস্তা ফাইভজি ফোন ভারতে দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল

Realme 8 5G ঘোষণা অনুযায়ী আজ ভারতে লঞ্চ হল। এটি সবচেয়ে সস্তা 5G ফোন হিসাবে ভারতে পা রেখেছে। গতকালই থাইল্যান্ডে ফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছিল…

Realme 8 5G ঘোষণা অনুযায়ী আজ ভারতে লঞ্চ হল। এটি সবচেয়ে সস্তা 5G ফোন হিসাবে ভারতে পা রেখেছে। গতকালই থাইল্যান্ডে ফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছিল চিনা স্মার্টফোন কোম্পানিটি। রিয়েলমি ৮ ৫জি ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও Realme 8 5G ফোনে Dynamic RAM Expansion (DRE) টেকনোলজি বর্তমান, যা ইন্টারনাল স্টোরেজ কে ভার্চুয়াল র‌্যামে পরিণত করবে। এই ফিচার আমরা Vivo X60 সিরিজে দেখেছিলাম। উল্লেখ্য, গত মাসে এই সিরিজের Realme 8 ও Realme 8 Pro ফোন দুটি ভারতে লঞ্চ হয়েছিল।

Realme 8 5G এর ভারতে দাম ও লভ্যতা

Realme 8 5G launched

রিয়েলমি ৮ ৫জি এর ভারতে দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি সুপারসনিক ব্ল্যাক ও সুপারসনিক ব্লু কালারের সাথে এসেছে। আগামী ২৮ এপ্রিল দুপুর ১২ টায় Flipkart ও realme.com থেকে ফোনটির সেল শুরু হবে।

থাইল্যান্ডে Realme 8 5G এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ থাই বাত, যা প্রায় ২৪,০০০ টাকার সমান। 

Realme 8 5G Dimensity 700 soc

Realme 8 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৮ ৫জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ৪০৫ পিপিআই পিক্সেল ডেন্সিটি, ৯০.৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস সহ এসেছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড আছে।

Realme 8 5G ফোনে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। সাথে আছে ARM Mali-G57 জিপিইউ। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস সহ চলবে।

realme 8 5g 5000mah

ক্যামেরার কথা বললে, রিয়েলমি ৮ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল মনোক্রম পোর্ট্রেট লেন্স (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪)। পিছনের ক্যামেরায় লো লাইট ফটোগ্রাফির জন্য সুপার নাইটস্কেপ মোড আছে। আবার সামনের ও পিছনের ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস-এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে।

ফোনটি ১৮ ওয়াট কুইক চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। চার্জিংয়ের জন্য এতে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। এর ওজন ১৮৫ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন