ভারতে Realme এর এই দুই ফোনে Android 12, Realme UI 3.0 আপডেট ডাউনলোড করা যাচ্ছে

Realme 8 এবং Realme 8i যথাক্রমে গত বছরের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে ভারতের বাজারে পা রেখেছিল। লঞ্চ হওয়ার সময় দু'টি...
PUJA 1 April 2022 10:37 AM IST

Realme 8 এবং Realme 8i যথাক্রমে গত বছরের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে ভারতের বাজারে পা রেখেছিল। লঞ্চ হওয়ার সময় দু'টি স্মার্টফোনেই Android 12 অপারেটিং সিস্টেম নির্ভর Realme UI 2.0 সফটওয়্যার প্রি-ইনস্টলড করা ছিল। তবে খুশির খবর হল রিয়েলমি ফোনগুলির জন্য নতুন Android 12 সংস্করণ রোলআউট করছে। কিন্তু মনে রাখা দরকার Realme 8i সরাসরি স্টেবেল আপডেট পেলেও Realme 8-এর ক্ষেত্রে তা আর্লি অ্যাক্সেস রূপে উপলব্ধ।

Realme 8 এবং Realme 8i হ্যান্ডসেটে Android 12 বেসড Realme UI 3.0 সিস্টেম আপডেট যথাক্রমে RMX3085_11.A.24 ও RMX3085_11.A.26 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে‌। ব্যাচ ধরে রিলিজ হওয়ার কারণে সমস্ত Realme 8i ব্যবহারকারীদের কাছে আপডেটটি আসতে একটু সময় লাগবে‌।

সিস্টেম আপডেট ডাউনলোডের নোটিফিকেশন না পেলে সরাসরি সেটিং পেজে গিয়ে সফটওয়্যার আপডেটে ট্যাবে চেক করে নিতে পারেন। এই আপডেট বাগ ফিক্স করার পাশাপাশি সিস্টেমকে আরও অপ্টিমাইজড করবে। আবার রিয়েলমির মোবাইল অপারেটিং সিস্টেম আপগ্রেড হওয়ার ফলে ইউজার ইন্টারফেসেও কিছুটা বদল লক্ষ্য করা যাবে। পারফরম্যান্সেও ইমপ্রুভমেন্ট আসবে‌‌।

অন্য দিকে, Realme 8 ব্যবহারকারীরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের আর্লি অ্যাক্সেস সবার আগে এক্সপেরিয়েন্স করতে চাইলে সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট > ট্রায়াল ভার্সন > আর্লি অ্যাক্সেসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। ওটিএ আপডেটের মাধ্যমে নির্বাচিতদের স্মার্টফোনে Android 12 নির্ভর Realme UI 3.0 পৌঁছে দেওয়া হবে।

Show Full Article
Next Story