Realme 8 ফোনে এল বড়সড় আপডেট, জুড়লো একগুচ্ছ নতুন ফিচার

ভারতে কয়েক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে Realme 8 ও Realme 8 Pro। তবে এর মধ্যে এই সিরিজের বেস মডেলের জন্য নতুন আপডেটে নিয়ে...
Julai Modal 7 April 2021 12:14 PM IST

ভারতে কয়েক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে Realme 8 ও Realme 8 Pro। তবে এর মধ্যে এই সিরিজের বেস মডেলের জন্য নতুন আপডেটে নিয়ে এল চিনা স্মার্টফোন কোম্পানিটি। নতুন আপডেটের পর রিয়েলমি ৮ ফোনে টাচ ও ক্যামেরা উন্নত হবে। শুধু তাই নয়, এই আপডেটে ফোনে স্টারি মোড (Starry Mode) যুক্ত হবে।

Realme 8 এর জন্য আসা এই আপডেটেড ভার্সন নম্বর RMX3085_11_A.08। আপডেটটির সাইজ জানা যায়নি। জানিয়ে রাখি এই আপডেটটি রিয়েলমি ইউআই ২.০ (অ্যান্ড্রয়েড ১১) ভিত্তিক। আসুন এই আপডেটের পর ফোনে কি কি পরিবর্তন আসবে দেখে নিই।

চেঞ্জলগ

১. স্টারি মোড যোগ হবে।
২. ফটো মোডে নয়েজ ইস্যু ফিক্স করা হয়েছে।
৩. ৬৪ মেগাপিক্সেল মোডে ইমেজ কোয়ালিটি উন্নত হবে।
৪. নাইট মোডে ব্রাইট ও কালার অপ্টিমাইজ করা হয়েছে।
৫. ফ্রন্ট ক্যামেরার ইমেজ কোয়ালিটি উন্নত হয়েছে।
৬. ওভার পাওয়ার কনজাম্পশন অপ্টিমাইজ করা হয়েছে।
৭. টাচিং অ্যালগরিদমে আপডেট আনা হয়েছে।

Realme 8 এর কথা বললে, ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হয়েছে ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যথাক্রমে পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায় ও ১৬,৯৯৯ টাকায়। রিয়েলমি ৮ ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it