Realme 8 Pro ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল Android 12 ও Realme UI 3.0 ওপেন বিটা আপডেট

গত বছর বড়দিনের আগে রিয়েলমি তাদের বাজেট স্মার্টফোন, Realme 8 Pro তে Android 12 নির্ভর Realme UI 3.0 এর বিটা বিল্ড (আর্লি অ্যাক্সেস) আপডেট রোলআউট…

গত বছর বড়দিনের আগে রিয়েলমি তাদের বাজেট স্মার্টফোন, Realme 8 Pro তে Android 12 নির্ভর Realme UI 3.0 এর বিটা বিল্ড (আর্লি অ্যাক্সেস) আপডেট রোলআউট করেছিল৷ তার মাস দুয়েক পর এখন হ্যান্ডসেটটি ওপেন বিটা প্রোগ্রামে উন্নীত করার ঘোষণা করা হয়েছে৷

রিয়েলমির কমিউনিটির একটি অফিসিয়াল পোস্ট অনুযায়ী, যে কোনও Realme 8 Pro ব্যবহারকারী Android 12 নির্ভর Realme UI 3.0 ওপেন বিটা প্রোগ্রামে রেজিস্টার করতে পারবেন৷ এ ক্ষেত্রে শর্ত একটাই৷ স্মার্টফোনের বর্তমান ফার্মওয়্যার ভার্সন RMX3081_11.A.45 হতে হবে৷

সেটা যাচাই করে নেওয়ার পর ইউজারদের সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট > গিয়ার আইকন > ট্রায়াল ভার্সন > সাবমিট ডিটেলস > এপ্লাই নাউ করতে হবে৷ রিয়েলমি নির্বাচিত প্রার্থীদের ওটিএ আপডেটের মাধ্যমে বিটা সফটওয়্যারটি সরবরাহ করবে৷

রিয়েলমি এই প্রসঙ্গে বলেছে, আসন সংখ্যা খুব সীমিত৷ সে জন্য আগ্রহীদের অতি সত্ত্বর আবেদন করতে হবে৷ তবে আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে নাম নথিভুক্ত করা পুরনো সদস্যদের নতুন করে আর আবেদন করতে হবে না৷ তারা সরাসরি ফোনে আপডেট পেয়ে যাবেন৷