১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ২৪ মার্চ লঞ্চ হবে Realme 8 সিরিজ

টিপস্টারদের দাবিকে মান্যতা দিয়ে আগামী ২৪ মার্চ রিয়েলমি ভারতে লঞ্চ করতে চলেছে Realme 8 সিরিজ। আজ কোম্পানির ইউটিউব চ্যানেল...
PUJA 13 March 2021 11:47 PM IST

টিপস্টারদের দাবিকে মান্যতা দিয়ে আগামী ২৪ মার্চ রিয়েলমি ভারতে লঞ্চ করতে চলেছে Realme 8 সিরিজ। আজ কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে এই সিরিজের লঞ্চ ডেট সামনে আনা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে এই সিরিজে দুটি ফোন থাকবে - Realme 8 ও Realme 8 Pro। এরমধ্যে প্রো মডেলটি 5G কানেক্টিভিটি সাপোর্ট ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে। আবার রিয়েলমি ৮ ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড রিয়ার ক্যামেরা।

আজ Realme India এর ইউটিউব চ্যানেলে একটি ২ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিও তে রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ কে একজন পেশাদার রেস ড্রাইভারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। ভিডিওর একদম শেষে জানানো হয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ডিভাইসটি ২৪ মার্চ লাইভ হবে। অর্থাৎ তিনি ইশারায় Realme 8 Pro ফোনটির লঞ্চ ডেট জানিয়েছেন। কারণ আমরা আগে থেকেই জানি যে প্রো মডেলে এই ক্যামেরা থাকবে।

Realme 8 Pro সম্পর্কে আর কি কি জানা গেছে

টিপস্টার বা বিভিন্ন টিজার থেকে জানা গেছে, Realme 8 Pro ফোনে স্ন্যাপড্রাগন ৭২০জি/৭৩২জি প্রসেসর, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। এছাড়াও এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি তিনটি কালারের সাথে পাওয়া যাবে- ইনফিনিট ব্ল্যাক, ইনফিনিট ব্লু, ও ইলিউমিনিটি ইয়েলো।

https://www.youtube.com/watch?v=-yF7oBKts4Y&t=137s

Realme 8 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এই সিরিজের বেস মডেল অর্থাৎ রিয়েলমি ৮ ফোনটি ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story