ফিচারের পর এখন Realme 8i এর দাম ফাঁস, ৯ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme 8i ও Realme 8i ও Realme 8s 5G। ইতিমধ্যেই ফোন দুটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে Realme…

আগামী ৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme 8i ও Realme 8i ও Realme 8s 5G। ইতিমধ্যেই ফোন দুটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে Realme 8i ফোনে হেলিও জি৯৬ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এখন লঞ্চের আগে ফোনটির দাম ফাঁস হল। জনপ্রিয় এক টিপস্টার Realme 8i এর ইউরোপিয়ান ভার্সনের দাম সামনে এনেছেন।

Realme 8i এর দাম (সম্ভাব্য)

টিপস্টার, সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, রিয়েলমি ৮ আই ফোনটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এদের দাম রাখা হবে যথাক্রমে ১৯৯ ইউরো ( প্রায় ১৭,২৬০ টাকা) ও ২১৯ ইউরো (প্রায় ১৯,০০০ টাকা)। রিয়েলমি ৮ আই ফোনটি স্টেলার ব্ল্যাক ও স্টেলার পার্পেল কালারে আসবে।

Realme 8i স্পেসিফিকেশন ও ফিচার

গতকালের একটি রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ৮ আই ফোনে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। রিয়েলমি ৮ আই ফোনে ১০ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমিইউআই ২.০ ওএস দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য Realme 8i ফোনের পিছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন