বহু প্রতীক্ষিত Realme Q3s ভারতে এন্ট্রি নিচ্ছে Realme 9 5G SE নামে

ফেব্রুয়ারিতে রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের Realme 9 Pro স্মার্টফোন সিরিজটি। আর গতকালই (৪ মার্চ) চীনা সংস্থাটি ঘোষণা করছে, আগামী ১০ মার্চ এদেশে আত্মপ্রকাশ…

ফেব্রুয়ারিতে রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের Realme 9 Pro স্মার্টফোন সিরিজটি। আর গতকালই (৪ মার্চ) চীনা সংস্থাটি ঘোষণা করছে, আগামী ১০ মার্চ এদেশে আত্মপ্রকাশ করতে চলেছে Realme 9 সিরিজটিও। এই লাইনআপে অন্তর্ভুক্ত Realme 9 5G এবং Realme 9 5G SE (Speed Edition) মডেল দুটির ওপর থেকে ওই দিন পর্দা সরানো হবে বলে জানা গেছে। এদিকে জল্পনা ছড়িয়েছে যে, Realme 9 সিরিজের আসন্ন SE মডেলটি গতবছর অক্টোবরে চীনের বাজারে লঞ্চ হওয়া Realme Q3s- এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে উন্মোচিত হবে।

Realme 9 5G SE হতে পারে চীনের Realme Q3s- এর রিব্র্যান্ডেড সংস্করণ

রিয়েলমি প্রকাশ করেছে, রিয়েলমি ৯ ৫জি এসই-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। আবার একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, আপকামিং রিয়েলমি ৯ ফোনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে সহ আসবে। সংস্থা রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশনেও (এসই) ১৪৪ হার্টজের স্ক্রিন অফার করতে পারে।

প্রসঙ্গত, উল্লিখিত সবকটি ফিচারই চীনে উন্মোচিত রিয়েলমি কিউ৩এস-এ উপলব্ধ। এছাড়াও, রিয়েলমি ৯ ৫জি এসই মডেলের ডিজাইনটিও কিউ৩এস হ্যান্ডসেটের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, কিউ৩এস ভারতের বাজারে রিয়েলমি ৯ ৫জি এসই নামে আসছে বলেই মনে হচ্ছে। জনপ্রিয় এক টিপস্টার আরও জানিয়েছেন, স্পিড এডিশনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে এবং এই ডিভাইসটি স্টারি গ্লো এবং অ্যাজুর গ্লো-এর মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে।

রিয়েলমি কিউ৩এস-এর স্পেসিফিকেশন (Realme Q3s Specifications)

গত বছর অক্টোবের চীনে লঞ্চ হওয়া রিয়েলমি কিউ৩এস মডেলে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ফুল এইচডি রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Q3s-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যায়। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, Realme Q3s ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, এই রয়েলমি ফোনে দেওয়া হয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন