Realme 9 5G ফোনে থাকবে Dimensity 810 প্রসেসর ও 48MP ক্যামেরা, ফাঁস সমস্ত স্পেসিফিকেশন

আগামী সপ্তাহেই ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme 9 সিরিজের অন্তর্ভুক্ত Realme 9 Pro 5G ও Realme Pro+ 5G স্মার্টফোন দুটি। সাম্প্রতিক রিপোর্টে…

আগামী সপ্তাহেই ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme 9 সিরিজের অন্তর্ভুক্ত Realme 9 Pro 5G ও Realme Pro+ 5G স্মার্টফোন দুটি। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে যে, সংস্থাটি Realme 9 5G বেস মডেলটিও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কয়েকদিন আগে এই হ্যান্ডসেটটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এফসিসি- এর লিস্টিং থেকে Realme 9 5G ফোনের একটি ইউজার ম্যানুয়াল প্রকাশ্যে এসেছে, যার মাধ্যমে হ্যান্ডসেটটির বেশকিছু স্পেসিফিকেশন সম্বন্ধে জানা গেছে। এখন আবার, এক জনপ্রিয় টিপস্টার Realme 9 5G-এর প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন৷

রিয়েলমি ৯ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9 5G Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার টুইট করে রিয়েলমি ৯ ৫জি ফোনের মূল স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। তার টুইট অনুযায়ী, আসন্ন রিয়েলমি স্মার্টফোনটিতে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ । সম্ভবত, এটি একটি LCD প্যানেল হবে। পূর্ববর্তী রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এতে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন থাকবে।

Realme 9 সিরিজের বেস মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসটি ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটি রান করবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) ইউজার ইন্টারফেসে। এছাড়া নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি জন্য, Realme 9 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 9 5G ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এই তথ্যগুলি দেখে ধারণা করা হচ্ছে আসন্ন রিয়েলমি স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলি গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরি Realme 8 5G-এর মতো প্রায় একই রকম হবে। তবে, পূর্বসূরির সাথে তুলনায় Realme 9 5G তার চিপসেট এবং ডিজাইনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। উল্লেখ্য, Realme 8 ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরটি।

রিয়েলমি ৯ ৫জি-এর সম্ভাব্য দাম (Realme 9 5G Expected Price)

টিপস্টার যোগেশ ব্রার Realme 9 5G-এর দাম সম্পর্কে তার সাম্প্রতিক টুইটে কোনও তথ্য প্রকাশ করেননি। তবে অনুমান করা হচ্ছে দামের নিরিখে এই ডিভাইসটি Realme 9i এবং Realme 9 Pro এই দুই মডেলের মাঝামাঝি স্থানে অবস্থান করতে পারে। সম্ভবত, এটির দাম প্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি হবে।