Realme 9 শীঘ্রই ১৫ হাজার টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে, দেখা গেল কোম্পানির ওয়েবসাইটে

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রিয়েলমি তাদের Realme 9 সিরিজের অধীনে ৪জি কানেক্টিভিটি যুক্ত Realme 9 বেস মডেলটি ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে।…

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রিয়েলমি তাদের Realme 9 সিরিজের অধীনে ৪জি কানেক্টিভিটি যুক্ত Realme 9 বেস মডেলটি ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। এই মডেলটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে। এই হ্যান্ডসেটটিকে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC), এলিমেন্ট মেটেরিয়ালস টেকনোলজি (EMT), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), এবং ক্যামেরা এফভি-৫ (Camara FV-5) সহ বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয় এই রিয়েলমি স্মার্টফোনটি আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে। আর এবার Realme 9 বা Realme 9 4G স্মার্টফোনটিকে রিয়েলমির ভারতীয় শাখার ওয়েবসাইটে স্পট করা হয়েছে, যা ইঙ্গিত করছে এই ডিভাইসটি শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে।

Realme 9 4G -কে দেখা গেল সংস্থার ওয়েবসাইটে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, রিয়েলমি ৯ ফোনটিকে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে খুচরো যন্ত্রাংশের (spare parts) দামের বিভাগের অধীনে দেখা গেছে, যা থেকে মনে করা হচ্ছে যে এই ফোনটি শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে পারে। রিপোর্টে এও বলা হয়েছে যে এই ফোনটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আসতে পারে এবং এর দাম ১৫,০০০ টাকার নীচেই রাখা হতে পারে।

প্রসঙ্গত, সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, স্মার্টফোন সংস্থাটি তাদের তৃতীয় রিয়েলমি ৯ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে যা এপ্রিল মাসে ভারতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আত্মপ্রকাশ করতে পারে। তবে এই রিপোর্ট থেকে স্মার্টফোনটির নাম জানা যায়নি।

জানিয়ে রাখি, Realme 9 4G- কে এর আগে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। সাইটের লিস্টিংয়ে প্রকাশ করা হয়, এই হ্যান্ডসেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। তবে, এতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে দাবি করা হয়েছিল।

এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Realme 9 4G ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে আসবে বলে জানা গেছে। এই রিয়েলমি ফোনটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে বলে দাবি করা হয়েছে। এছাড়া, এই আপকামিং ডিভাইসটি তিনটি কালার অপশনে বেছে নেওয়া যেতে পারে, এগুলি হল- সানবার্স্ট গোল্ড, মিটিওর ব্ল্যাক এবং স্টারগেজ হোয়াইট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন